অনন্যা-আদিত্যর প্রেম যেন জমে ক্ষির! এবার এই জুটি ক্যামেরাবন্দী হলেন পর্তুগালে
বলিউডের নতুন জুটি আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডে। তাদের প্রেম নিয়ে চলছে চর্চা। সম্প্রতি তারা ইউরোপে বেড়াতে গিয়েছেন। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা।
সামাজিক মাধ্যমে অনন্যা-আদিত্যের একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে তারা লিসবনের একটি রেস্তোরায় বসে কথা বলছেন। একে অপরের চোখে মগ্ন। দুজনেরই মুখে হাসি। সামনে রাখা রয়েছে দুটো ওয়াইনের গ্লাস। নীল রঙের একটি শার্ট পরেছেন আদিত্য, আর অনন্যার পোশাক ডার্ক পিচ রঙের।
এর আগে গত সপ্তাহে এই জুটির একটি ছবি ভাইরাল হয়েছিল। তাতে দেখা গেছে স্পেনের রাস্তায় প্রেমিক আদিত্যর বাহুবন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্যা। মুম্বাইতে সুযোগ মেলে না, তাই ইউরোপে গিয়ে নিশ্চিন্তে প্রেম করছেন তারা।
আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডের প্রেমের খবর আগেই মিলেছিল করণ জোহরের কফি উইথ করণ-এ। মুখ ফসকে অনন্যা বলে ফেলেছেন, আদিত্যকে তার দারুণ লাগে। আর জবাবে করণ বলেছিলেন, তিনি পার্টিতে দুজনকে ফিসফাস করতে একাধিকবার দেখেছেন। মাসখানেক আগে রণবীর কাপুরও হাটে হাঁড়ি ভেঙেছেন। এক সাক্ষাৎকারে বলে বসেন, “আমি জানি আদিত্য একজনকে ভালোবাসেন যার নাম ‘এ’ দিয়ে শুরু।” তবে আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডে এই বিষয়ে মুখ খোলেননি এখনও।
সূত্র: হিন্দুস্তান টাইমস