বিনোদন

অক্ষয়ের সিনেমার সেট ভেঙে ফেলা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা! কারণ

করোনা ভাইরাস মোকাবিলার কারণে হঠাৎ শুটিং বন্ধ হয়ে যাওয়ার কারণে কোটি কোটি টাকা ক্ষতি হওয়ায় বিপাকে পড়তে হয়েছে নির্মাতাদের। তাই এবার শুটিং বন্ধ থাকায় অভিনেতা অক্ষয় কুমারের অভিনীত ‘পৃথ্বিরাজ’ সিনেমার সেট ভেঙে ফেলা হবে।জানা গেছে, বারো শতকের বিভিন্ন স্থাপত্যশিল্প মাথায় রেখে প্রাসাদের আদলে সেটটি তৈরি করা হয়েছিল।

বর্ষায় এই সেটটি নষ্ট হয়ে যাবে তাই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘গত দুই মাস ধরে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস সেটটি ফেলে রেখেছে, তারা আশা করছিল হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শুটিং শুরু করা যাবে । কিন্তু এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । বেশি দিন সেট ফেলে রাখা যাবে না। তাই নির্মাতারা এটি ভেঙে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন । অবশ্য অক্ষয় এই সেটে বেশিরভাগ অংশের শুটিং করে ফেলেছেন। কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু শুটিং বাকি আছে যা করা হয়নি ।’

এই খবরটি নিশ্চিত করে যশরাজ ফিল্মসের মুখপাত্র বলেন যে, ‘যা সিদ্ধান্ত নেয়া হয়েছে এটা একেবারে ঠিক। শুটিং শুরু হলে ইনডোরে এর সেট তৈরি করা হবে আবার নতুন করে ।’

Back to top button