হাতে চায়ের গরম কাপ, সেই সাথে সকাল বেলায় স্বল্প পোশাকে হট ছবি, ভাইরাল বাঙালি নায়িকা

টলিউডের অন্যতম একজন জনপ্রিয় নায়িকা হলেন ঋতুপর্ণা। এক সময়ের প্রসেনজিৎ -ঋতুপর্ণা জুটি ছিল টলিউডের সেরা জুটি। বাংলার এই জনপ্রিয় নায়িকা শুধু টলিউডে নয় বলিউড সিনেমাতেও করেছেন অভিনয়। তিনি সিনেমা করেছিলেন ওপর বাংলাতেও। তার অভিনীত ‘রাঙা বৌ’ বাংলাদেশের সিনেমায় নিয়ে এসেছিলো বড় পরিবর্তন।
বাংলার মানুষের কাছে প্রসেনজিৎ -ঋতুপর্ণা জুটি যে কতটা হিট তার প্রমান পাওয়া যায় ‘প্রাক্তন’ সিনেমা দেখতে আসা লোকেদের শুরুর দিন থেকেই ভীড়। একদিকে প্রসেনজিৎ -ঋতুপর্ণা জনপ্রিয় জুটি অপরদিকে অসাধারণ একটি সুন্দর সিনেমা। দুই মিলে আবার এই জুটির সিনেমা বক্সঅফিসে দারুন সারা ফেলেছিলো।
বয়স এখন অনেকটা বাড়লেও এখনো এই জনপ্রিয় নায়িকার গ্ল্যামার চোখে পড়ার মতো।মাঝে মাঝেই তিনি সোশ্যাল মিডিয়ায় ধরা দেন গ্ল্যামার কুন্ হয়ে আবার কখনো একদম বাঙালি বধূর সাজে। তব্ভে তার ছবি প্রকাশ পাওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় এই নায়িকার আবার একটি নতুন ছবি ভাইরাল হয়েছে। সেখানে তাকে দেখা যাচ্ছে টপ ও শর্ট স্কার্ট পরে তিনি সকাল বেলায় একটি সুন্দর ছবি তুলেছেন। যা প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram