বিনোদন

ছোট্ট ছেলের ঠোঁটে -ঠোঁট রাখলেন কঙ্গণা, জনপ্রিয় অভিনেত্রীর ছবি ভাইরাল নেট দুনিয়ায়

বলিউডের অন্যতম একজন অভিনেত্রী হলেন কঙ্গনা রানাওয়াত। তিনি মাঝেই মাঝেই খবরের শিরোনামে চলে আসেন বিভিন্ন বিষয়ে অকপট স্বীকারোক্তির জন্য।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি বলিউডে তুলেছেন নেপোটিজম ইস্যু আর তার জেরেই পরবর্তীতে তিনি পরে যান বিতর্কে। লকডাউন শেষে বলিউডের এই সাহসী অভিনেত্রী ফিরেছেন আবার শুটিং এ। সম্প্রতি শেষ করেছেন ‘থালাইভি’ সিনেমার শুটিং। আর তারপরেই তিনি৯ শুরু করতে চলেছেন ‘তেজস’ ও ‘ধাকর’ সিনেমার শুটিং। আর এই সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের জন্য নিজের বাড়িতেই করছেন মন দিয়ে প্র্যাকটিস।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি নতুন ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি ছোট্ট ছেলের সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুম্বন করছেন। আর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

আসলে ঘটনাটি হলো মানালিতে এতদিন পর্যন্ত ভাইয়ের বিয়ের কারণে ছিলেন কঙ্গণা। লকডাউন চলাকালীন সময় থেকে মানালিতে থাকা কঙ্গণা রানাওয়াত ছিলেন নিস্তব্ধ এক সুন্দর স্থানে অপরদিকে বলিউড দুনিয়ার সাথে চলছিল তার তুমুল লড়াই। একাধিক ব্যক্তির মুখোশ খোলার লড়াইয়ে নেমেছিলেন কঙ্গণা।

তবে এখন সবকিছু ঠিক তাই এবার আবার কাজে ফেরার পালা তাই দিদির ছেলে মাসি কে যেতে দিতে চাইছেনা আর সেই কারণেই ইমোশনাল হয়ে কঙ্গণা দিদির ছেলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুম্বন করেন কঙ্গণা আর সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

Back to top button