বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী কৃতির পোল ড্যান্সের ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়

দেশ -বিদেশ জুড়ে রয়েছে বিভিন্ন নাচের বিভিন্ন স্টাইল। আরব দেশের বেলি ডান্স থেকে ইউরোপিয়ান দেশের পোল ডান্স। সকল ধরণের নৃত্য কৌশলই এখন বেশ জনপ্রিয়। বলিউডের মালাইকা অরোরা থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ পোল ডান্স করেছেন অনেকেই। আর এবার সেই তালিকায় যোগ দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি খারবান্দা।

ফর্সা শরীরের উপর যখন কালো রঙের শর্টস পরে কীর্তি পোল ডান্স করেন তা দেখেই মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। বলিউডের এই অভিনেত্রীকে বিরামহীন ভাবে এক নাগাড়ে দেখা যায় পোল ডান্স করতে।

কীর্তির পোল ডান্স কেমন হয়েছে সেই সম্পর্কে জানিয়েছেন জনপ্রিয় নৃত্যগুরু পুলকিত সম্রাট। যদিও পুলকিত সঠিক কি জানিয়েছেন তার এই অনবদ্য নাচ নিয়ে সে বিষয়ে তিনি এখনো কিহু বলেননি।

Back to top button