বিনোদন

পরণে নীল টু-পিস, তার মাঝেই উঁকি দিচ্ছে অন্তর্বাস, উন্মুক্ত ক্লিভেজে হটনেস কৌশানি, মুহূর্তে ভাইরাল ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জী খুব কম সময়ে মন জিতে নিয়েছেন একাধিক ভক্তের। টালিউডেও নিজের জায়গা একেবারে তৈরী করে নিয়েছেন অভিনেত্রী। এমনকি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জী । প্রায়ই নিজের নানা রকম ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কাড়েন অভিনেত্রী। সম্প্রতি কৌশানি মুখার্জী একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।যা আপাতত ভাইরাল নেটদুনিয়ায়।

কৌশানির পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, পরণে নীল রঙের টু-পিস। তার মাঝেই উঁকি দিচ্ছে ডার্ক সিলভার রঙের চকচকে অন্তর্বাস।কৌশানির এই ছবিটি প্রকাশ্যে আসতেই অবাক হয়ে যান নেটিজেনরা । ভাইরাল হয়ে যায় রীতিমতো।

ছবিই শুধু নয়, টালিউড অভিনেত্রী কৌশানি ক্যাপশনে লিখেছেন, ‘ছবির জন্য ক্যাপশনের কোনও দরকার নেই, আমার এক্সপ্রেশানই সবটা বলে দিয়েছে।’ তবে বলাই যায় কৌশানির হটনেসের সঙ্গে ক্যাপশনও বেশ নজর কেড়েছে নেটিজেনদের। এরপরই বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।

 

View this post on Instagram

 

I Don’t Need caption My Expression says it All 🌼🌼 MUA @mainak.mk_up Styling @stylebysumit Pic Courtesy @siladitya_dutta Outfit @devrnil

A post shared by Koushani (@myself_koushani) on

Back to top button