৪০ বছর বয়সেও জনপ্রিয় অভিনেত্রী মেয়ের সাথে সুইমিং পুলে করছেন স্নান, মা -মেয়ের সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সিনেমা ও টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা তিওয়ারি। মাঝেই মাঝেই তিনি এখন তার মেয়ের সাথে হাজির হন সোশ্যাল মিডিয়াতেই। আর নতুন ছবি ও ভিডিও পোস্ট করে চমকে দেন তাদের ফ্যানেদের। বয়স ৪০ হলেও বয়সের ছাপ এখনো পরেনি জনপ্রিয় এই অভিনেত্রীর শরীরে সেই সাথে তার মেয়ে পলকের সাথে তার যেন বন্ধুত্বের সম্পর্ক তাই যেকোনো কাজ হোক বা ফটো শুট মা মেয়ে কে দেখা যায় এক সাথেই।
এই বয়সেও মা শ্বেতা তিওয়ারি মেয়ে পলক তিওয়ারির সাথে রূপের ঝলকে দেন টক্কর। আর মা ও মেয়ে কে দেখে বোঝার উপায় নেই কে মা আর মেয়ে। তাদের দুজনকে দেখতে সেকি রকম লাগে। এই বয়সেও শ্বেতা তাই সোশ্যাল মিডিয়ায় রূপের আগুন ঝড়িয়ে চলেছেন। আর ব্যাড জানা তার মেয়েও চিপ চিপে চেহারা আর মায়ের মতো চাহনিতে মুগ্ধ হয়ে যায় তার ফলোয়ার্সরা।
ইনস্টাগ্রামে মাঝে মাঝেই দেখা যায় তাদের দুজনের বিভিন্ন ফটো শুটের ছবি। কিছুদিন আগে শোনা গিয়েছিলো পলক তিওয়ারি বলিউড জগতে পা রাখবেন। তবে সে সকল গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলো মা ও মেয়ে। তবে এবার আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই হয়তো বলিউডে পা রাখবেন পলক তিওয়ারি।
View this post on Instagram
When in Doubt, swim on Out! . . . . . . . @theforestclubresort @zuper_solutions @options_travel