আলিয়াকে কিস করা বিরক্তিকর একটা বিষয় : সিদ্ধার্থ মালহোত্রা

বলিউডের প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেতা হলেন সিদ্ধার্থ মালহোত্রা। তিনি ১৮ বছর বয়সেই একজন মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। তারপর তিনি ২০১০ সালে করুন জোহরের সহকারী পরিচালক হিসেবে বলিউডে কাজ শুরু করেন। আর তার ঠিক দুই বছর পর ২০১২ সালে করুন জোহরের পরিচালিত সিনেমা ‘স্টুডেন্ট অফ দা ইয়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পা রাখেন রুপালি পর্দায়। আর এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার এওয়ার্ড ফর বেস্ট মেল ডেব্যু মনোনয়ন পান।
স্টুডেন্ট অফ দ্য ইয়ার -সিনেমার ৮ বছর পূর্তি হলো আজ। সিনেমাটি যখন মুক্তি পেয়েছিলো তখন সিনেমাটি বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে বেশ সারা জাগিয়েছিল। সেই সিনেমায় ঢুকলে ধরা হয়েছিল আজকের তরুণ তরুণীদের আশা -আখাঙ্খা ও জটিলতার চিত্র। যাহ্রাও এই সিনেমায় তিনজন ব্যক্তির সফলতার কাহিনী ফুটিয়ে তোলা হয়েছিল।
তরুণ -তরুণীদের মধ্যে এই সিনেমা যেমন েকে ওপরের প্রতি এক অন্যরকম ভালোবাসার অনুভূতি তৈরী করেছিল তেমনি তাদের মনে নিজেকে সাফল্যের চূড়াতে নিয়ে যাওয়ার আখাঙ্খা তৈরী করে দিয়েছিলো।
আর এই সিনেমাটিতে আগমন ঘটেছিলো সিদ্ধার্থ -বরুন -আলিয়া ০র মতো তিন নবাগত তারকার। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন করুন জোহর আর সহ প্রযোজনা করেছিলেন শারুখ খানের স্ত্রী গৌরী খান।
এই সিনেমাটি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ মালহোত্রার কাছে জানতে চাওয়া হয়েছিল শ্যুটিং চলাকালীন তার সবচেয়ে অদ্ভুত মুহুর্ত কোনটি ছিলো? সিদ্ধার্থ তখন বলেন, “সেটি ছিলো তার এবং আলিয়া ভাটের মধ্যে চুম্বনের দৃশ্যটি। কারণ এর জন্য তাকদেরকে অনেক রিহার্সাল করতে হয়েছিলো, যা খুবই অদ্ভুত ছিলো।”
তিনি হাসতে হাসতে বলেন “আমরা কেউই বুঝতে পারিনি কিস করারও টেকনিক রয়েছে। কিস করার সময় তাদের মাথা, ঠোঁট এবং নাকের পজিশন কেমন থাকবে তাও বিবেচনা করতে হয়েছিলো। সিদ্ধার্থ বলেন, একটা সময় পর আলিয়াকে কিস করাটা বিরক্তিকর হয়ে উঠেছিল!”