সত্যিই কি বিয়ে করছেন নেহা কক্কর, বিয়ের নিমন্ত্রণপত্রে লেখা হলো কার-কার নাম?

বলিউডে ও বিভিন্ন সংবাদমাধ্যমে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এমনকি সেই খবর সত্যি ধরে নিয়ে নেহা -র অধিকাংশ ফ্যান তাদের দুজন কে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এবার আবার বাতাসে ভাসলো নতুন প্রশ্ন সত্যি কি বিয়ে করতে চলেছেন নেহা নাকি বিয়ের নাম তিনি তার পরবর্তী সিনেমার প্রচার করছেন ? আর এই দ্বিধা দ্বন্ধের মাঝেই এখনঅপেক্ষা করছে তার ফ্যানেরা।
আর এই নতুন গুঞ্জনটি ওঠার আসল কারণ হলো সম্প্রতি নেহা ও রোহনপ্রীত সিং তাদের নতুন গানের একটি পোস্টের শেয়ার করেছেন। আর ওই পোস্টারে দেখা যাচ্ছে পাঞ্জাবের গোলাপী রঙের ঐতিহ্যবাহী পোশাকে নেহা এবং অপরদিকে সাদা কুর্তা-পাজামা ও মাথায় পাগড়ি পরা রোহনপ্রীত সিংকে।আর সেই ছবিতে তারা দুজনই একে ওপরের চোখের দিকে তাকিয়ে রয়েছেন আর পোস্টারের উপরে লেখা ‘নেহু দি বিহা’ অর্থাৎ নেহার বিয়ে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে নেহা ও রোহনপ্রীত সিংয়ের বিয়ের নিমন্ত্রণপত্র। আর সেই পত্রে তারা দুজন লিখেছেন তাদের দুজনের বপরিবারের সদস্যদের নাম। আর সেই নিমন্ত্রণ পত্রে বিয়ের তারিখ লেখা হয়েছে ২৬ অক্টোবর।
চলতি বছরেই নেহা কক্কর ও আদিত্য নারায়ণের মধ্যে প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যায়। আর সেই নিয়ে শুরু অনেক আলোচনা বলিউডে। সেই সময় রেলটি শাওয়ার বিচারকের আসনে ছিলেন নেহা অপরদিকে সেই শো এর সঞ্চালকের ভূমিকায় ছিলেন আদিত্য নারায়ণ। এরপর কিছুদিন পর জানা যায় তারা ওই অনুষ্ঠানের প্রকাহরের জন্য আর টিআরপি বাড়ানোরত জন্যই করেছেন এই ধরণের প্রচার।







