বিনোদন

কোহলি নয়, রশিদ খানের স্ত্রী হলেন আনুশকা! Google- সার্চ নিয়ে চলছে হাসাহাসি নেট দুনিয়ায়

বলিউডের জনপ্রিয় নায়িকা অনুষ্কা শর্মা বেশ কয়েক বছর আগেই ভারতীয় দলের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সাথে বিবাহ বন্ধনে অবোধ হয়েছেন। কিছুদিন আগেই তাদের পরিবারে নতুন অতিথি আসর বিষয়ে সুখবর দিয়েছেন এই দম্পতি। তবে এবার উঠে এলো চমকে দেওয়া হাস্যকর এক মজার তথ্য !আমরা সাধারণত যেকোনো বিষয় জানতে গেলে ভরসা রাখি গুগলের উপর। আর এবার সেই গুগল সার্চ জানাচ্ছে রশিদের স্ত্রীর নাম অনুষ্কা শর্মা।

এই মুহূর্তে আপনি যদি রশিদ খানের স্ত্রীর নাম খুঁজতে গুগলে ইংরেজিতে ‘Rashid Khan wife’ লেখেন ফলাফল হিসেবে আসছে ‘Anushka Sharma’ নাম। যদিও অবশ্য রশিদের নামের সঙ্গে একটি ‘এস’ জুড়ে দিলে অর্থাৎ ‘Rashid Khan’s wife’ লিখলে ‘Soma Khan’ দেখানো হচ্ছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, রশিদ এখনো বিয়েই করেননি!

আর গুগলে এই সার্চ বিভ্রাটের উৎস সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা গেছে যে রাশিদ খান ২০১৮ সালে আইপিএল চলাকালীন ইনস্টাগ্রামের একটি চ্যাট সেশনে তার পছন্দের প্রিয় অভিনেত্রীর কথা জানাতে গিয়ে বলেন যে তার পছন্দের অভিনেত্রী হলেন অনুষ্কা শর্মা ও প্রীতি জিন্টা।

আর তারপর থেকেই ইন্টারনেট দুনিয়া ভোরে যায় রশিদের প্রিয় অভিনেত্রীর নাম নিয়ে। আর এই গুগলের ফিল্টারে রশিদের প্রিয় অভিনেত্রীর নাম এতবার লেখা হয়েছে যে এখন আপনি এই মুহূর্তে রশিদের স্ত্রীর নাম খুঁজতে গেলেই দেখতে পারবেন আনুশকা শর্মার নাম। আর এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে হাসাহাসি।

Back to top button