টেলিকম সংস্থারগুলির বকেয়া কত? হিসেব পরীক্ষায় আর দেরি নয়

কত বকেয়া আছে টেলিকম দফতরের কাছে, সে ব্যাপারে তাদের নিজস্ব যুক্তি রয়েছে বলে দাবি করেছেন টেলিকম সংস্থা।বকেয়ার হিসেবে আরও ক্ষতিয়ে দেখার ভরসা দিয়েছে টেলিকম দফতরও (ডট)।জানা গেছে তা চলতি সপ্তাহের মধ্যেই করা হতে পারে।এজন্য যেকোনো একটি বছরের হিসেবে খতিয়ে দেখা হতে পারে।
ব্যবসার কোন কোন অংশের উপরে টেলিকম সংস্থাগুলিকে রাজস্ব দিতে হবে, সুপ্রিম কোর্ট জানিয়েছে, সে ব্যাপারে দলের হিসাবই চূড়ান্ত।সেই হিসেবে ১৫ টি সংস্থার কাছে বকেয়া হয় ১.৪৭ লক্ষ কোটি টাকা।যার মধ্যে স্পেকট্রাম, লাইসেন্স ফি, সুদ ও জরিমানা-সহ ভোডাফোন ও আইডিয়ার বকেয়া ছিল ৫৩,০০০ কোটি টাকা।এয়ারটেলের ৩৫,০০০ কোটি টাকা।ডট ইতিমধ্যেই সংস্থাগুলিকে নিজেদের হিসেবে ও সেই সংক্রান্ত নথি জমা দিতে বলেছে।
ইতিমধ্যেই এয়ারটেক ১৮,০০৪ কোটি টাকা জমা দিয়েছে।সংস্থার দাবি, তাদের হিসেবে অনুযায়ী বকেয়া ১৩,০০৪ কোটি টাকা।বিভিন্ন মহলের প্রশ্ন কিভাবে দুটি হিসেবের এতটা পার্থক্য হয়।এইজন্য দলের হিসেব ক্ষতিয়ে দেখা একটি বিশেষ পদক্ষেপ বলে মনে করছে তারা।জানা গেছে, টেলিকম সচিব অংশু প্রকাশের সাথে ভোডাফোনের এমডি- সিইও রবীন্দ্র টক্করের এই সব বিষয় নিয়ে কথা হয়েছে।