বিনোদন

নারী যদি দেবী হয় তাহলে তাঁকে কেন এতো অসম্মান, দেবীপক্ষে প্রশ্ন তুললেন মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী এবার গর্জে উঠলেন নারীদের সম্মান করা নিয়ে। এতদিন চুপ করে থাকলেও এবার আর চুপ করে থাকতে পারছেন না অভিনেত্রী মিমি চক্রবর্তী । শুরু হয়ে গিয়েছে দেবী পক্ষ। আর মাত্র কয়েকটা দিন বাকি । এর জন্য প্রত্যেক ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে । যার বেশিরভাগটাই সামলাচ্ছেন পুরুষেরা। আর কম ভাগটা নারীরা।

তবে এবার সেই দেবী বন্দনাকে ঘিরেই এক প্রশ্ন তুলে ধরলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।জানা গিয়েছে, আজ রবিবার (৪ অক্টবর) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন ছুড়ে দিলেন মিমি চক্রবর্তী। মিমি প্রশ্ন করেছেন যে, নারী যদি দেবী হয় তাহলে তাঁকে কেন এতো অসম্মান?

সেই সঙ্গে অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী লিখেছেন, ‘নারী যদি শক্তি হয়, নারী যদি আদ্যা হয়, নারীকে যদি মা মানেন, নারীকে যদি সম্মান করেন, তাহলে আজ এই অমর্যাদা কেন ?’ সেই সঙ্গে একটি ছবি পোস্ট করেন মিমি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং মিমির ছবিটি নজর কাড়ে ভক্তদের। ছবিটিতে দেখা যাচ্ছে, মিমির পরনে সাদা লালপাড় শাড়ি, পিছনে মা দূর্গা ঠাকুরের কাঠামো।

Back to top button