উন্মুক্ত উরুতে উঁকি দিচ্ছে ট্যাটু, হট লুকে ফের ভাইরাল মধুমিতা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বেশ কয়েকটি সিরিয়াল ও সিনেমা করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। মধুমিতা অভিনীত শেষ সিনেমা ‘লাভ আজ কাল পরশু’ দর্শকদের নজর করেছিল ।যেখানে নায়কের সঙ্গে বেশ রোম্যান্স করতে দেখা গিয়েছিলো অভিনেত্রী মধুমিতা সরকারকে।
অভিনেত্রী মধুমিতা সরকার শুধু সিরিয়াল ও সিনেমা দিয়েই কিন্তু জয় করে নেননি দর্শকদের মন।সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিত্য নতুন হট লুকে ছবি পোস্ট করে ভক্তদের নজর করেন অভিনেত্রী। আর এবারও এর ব্যতিক্রম হলো না। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি হট লুকে ছবি পোস্ট করে ঝড় তুললেন মধুমিতা।ছবিটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ওই ভাইরাল হওয়া ছবিটিতে মধুমিতাকে দেখা যাচ্ছে, সোফার ওপর বসে রয়েছেন অভিনেত্রী। পরনে সাদা রঙের টপ ও গারো গোলাপি রঙের শর্ট প্যান্ট। সেই সঙ্গে বেশ কায়দা করে ধরা হাতে একটি কফি মগ্।সেই সঙ্গে দেখা যাচ্ছে, মধুমিতার বা পায়ের উরুতে উল্কিজাতীয় স্টাইল কিছু লেখা । এই ছবিটির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘Anytime coffee time’ ।