নেশায় বুদ হয়ে আছেন দীপিকা, পুলিশকেও দাম দিচ্ছেন না অভিনেত্রী! ভাইরাল হলো পুরোনো ভিডিও

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সূত্র ধরেই পাওয়া গেছে বলিউডের মাদকচক্রের হদিশ। ইতিমধ্যে মাদক যোগের কারণে NCB জেরা করেছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর,রকুল প্রীত সিং ও দীপিকা পাডুকোনের মতো বলিউডের প্রথম সারির নায়িকাদের।
আর এমন সময়েই ভাইরাল হয়েছে একটি দীপিকার ভিডিও। ওই ভিডিওতে তার হাতে রয়েছে মোদের গ্লাস আর তিনি উপহাস করে বলছেন পুলিশ এসেছে। আর সেই ভিডিওটি এখন দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর ওই ভিডিওতে দীপিকার অভিব্যক্তি দেখে বিভিন্ন মানুষ বলছেন বিভিন্ন কথা। অনেকেই সেই ভিডিও দেখে বলেছেন দীপিকাকে একদম নেশাগ্রস্ত লাগছে।
প্রসঙ্গত উল্লেখনীয় যে সম্প্রতি দীপিকাকে জেরা করে NCB। টানা ৫ ঘন্টা ধরে তাকে করা হয় জেরা। আর সেই জেরাতে তিনি তার ম্যানেজারের সাথে যে মাদক সংক্রান্ত বিষয়ে চ্যাট করেছেন তা স্বীকার করে নিয়েছেন। এমনকি তিনি যে ওই গ্রূপের অ্যাডমিন ছিলেন তাও স্বীকার করে নিয়েছেন।







