বিনোদন

দীপিকা, সারা, রাকুল, শ্রদ্ধার ক্রেডিট কার্ড নিয়ে নিলো NCB, চেক করা হবে তাদের ব্যাঙ্ক একাউন্টও

এনসিবি এবার বলিউডের মাদকচক্র নিয়ে ভিশন তৎপর হয়ে উঠেছে। তাদের তদন্তে চার পাচ্ছেননা বলিউডের প্রথম সারির অভিনেতা -অভিনেত্রী থেকে পরিচালকরাও। ইতিমধ্যে এনসিবি জেরা করেছে দীপিকা পাডুকোন , রাকুলপ্রীত ও শ্রদ্ধা কাপুরের মতো প্রথম সারির নায়িকাদের। তাদের জিজ্ঞসাবাদ শেষে ওই চার অভিনেত্রী জানিয়ে দিয়েছেন যে তারা মাদক নেননি। এনসিবি তদন্তের স্বার্থে তাদের ফোন নিয়ে নিয়েছে।

আর এবার এনসিবির তদন্তের জল গড়িয়ে গেছে নায়িকাদের আর্থিক সঞ্চয়ের একাউন্ট পর্যন্ত। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে ওই চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করেছে NCB। শুধু তাই নয় এই চার অভিনেত্রীর ব্যাঙ্ক একাউন্ট ও দেখা হবে ক্ষতিয়ে। এনসিবি ওই লেনদেনের মাধ্যমে ক্ষতিয়ে দেখবে যে তাদের সাথে কোনো মাদক বিক্রেতার লেনদেন হয়েছে কিনা। তাই এনসিবি নিয়েছে এই বিশেষ পদক্ষেপ।

সম্প্রতি সুসহন্তের ম্যানেজার জয়া সাহাকে বার বার জিজ্ঞাসাকরে তার থেকে খোঁজ পায় ২০১৭ সালে তৈরী হওয়া একটি চ্যাট গ্রূপের। আর ওই চ্যাট গ্রূপের ‘ডি’ ও ‘কে’ এর সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য NCB ডেকে পাঠায় দীপিকা পাডুকোন ও তার ম্যানেজার কারিশমা কে। অপরদিকে বাকি তিন নায়িকার নাম উঠে আসে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার পর। আর তারা ৪ জন্যেই মাদক নেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে।

Back to top button