
পুজোর ছুটিতে পাঞ্জাবের ঐতিহ্য ও সংস্কৃতি দেখতে আর দূরপাল্লার ট্রেনে চাপতে হবে না! দুর্গাপুরের উর্বশী সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে এবার থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘এক টুকরো পাঞ্জাব’। দর্শনার্থীরা দুর্গাপুরে বসেই পাঞ্জাবের এক দারুণ অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
কী কী থাকছে এই থিমে?
এই পুজো মণ্ডপে পাঞ্জাবের পরিবেশ ফুটিয়ে তোলার জন্য পাঞ্জাব থেকে বিশেষভাবে দক্ষ শিল্পীরা আসছেন। তারা ভাংড়া নাচ, গান এবং পাঞ্জাবের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরবেন। মণ্ডপ সংলগ্ন মঞ্চেই এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
- মণ্ডপের সাজ: প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে ৮০ ফুট উচ্চতার এই মণ্ডপ। পুরো মণ্ডপটি সোনালি রঙের কারুকার্যে সাজানো হচ্ছে।
- মণ্ডপসজ্জা: এবার পূর্ব মেদিনীপুরের শিল্পীরা মণ্ডপ তৈরির দায়িত্বে আছেন। সম্পূর্ণ প্লাইউড দিয়ে তৈরি এই মণ্ডপের অন্দরমহলে থাকবে পাঞ্জাবের নানা সাংস্কৃতিক ঐতিহ্য।
- অতিরিক্ত আকর্ষণ: ভাংড়া ছাড়াও প্রতিদিন বাউল, লোকগীতি এবং অন্যান্য বাংলা গানের অনুষ্ঠান থাকবে। পুজোর নবমীর দিনে খিচুড়ি ভোগ বিতরণ করা হবে, এবং প্রতি বছরের মতো এবারও দুঃস্থ মানুষদের বস্ত্রদান করা হবে।
গত বছর রাজস্থানের থিমে দারুণ সাড়া পেয়েছিল উর্বশী পুজো কমিটি। এই বছরও তারা আশা করছে, ‘এক টুকরো পাঞ্জাব’ থিমটি দর্শনার্থীদের মুগ্ধ করবে এবং পুজোর সেরা শিরোপা ধরে রাখবে।