নিউজ

আসছে নতুন নিয়ম, আগামী মাস থেকে গাড়ির কাগজ সাথে না রাখলেও চলবে

আমরা অনেক সময় তাড়াহুড়োর কারণে ভুলে যাই গাড়ির কাগজ সাথে নিতে। আর এমন ঘটনার সম্মুখীন আমাদের মধ্যে অনেকেই প্রায়ই হয়ে থাকে। আর এবার সেই সমস্যার সমাধান। সূত্রের খবর অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে গাড়ি চালানোর সময় সাথে রাখতে হবেনা কোনো ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনসুওরেন্স পেপার, পলিউশন সার্টিফিকেট এর মতো তথ্যপ্রমানাদি।

সম্প্রতি কেন্দ্র সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় জারি করেছে নতুন একটি আইন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে ওই আইনে বলা হয়েছে আগামী অক্টোবর মাসের ১ তারিখ থেকে ড্রাইভিং লাইসেন্স এবং ই চালান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র যাচাই করতে হবে ই-চালানের মাধ্যমে। ইতিমধ্যে রাজ্যপরিবহন দফতর ও ট্রাফিক পুলিশের কাছে এসে গেছে নতুন নোটিস সেখানে বলা হয়েছে আগামী ১ লা অক্টোবর থেকে গাড়ির চালকের কাছ থেকে চাওয়া যাবে না কোনো কাগজপত্র।

এখন প্রশ্ন হলো তাহলে ট্রাফিক পুলিশ কিভাবে করবে নথিপত যাচাই ?

সূত্রের খবর অনুযায়ী কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি নতুন সফটওয়্যার নিয়ে আসা হচ্ছে। আর ট্রাফিক পুলিশের কাছে থাকবে একটি মেশিন আর সেই মেশিনে গাড়ি চালকের গাড়ির নম্বর দিলেই উঠে আসবে সমস্ত তথ্য। আর যে সমস্ত পুলিশ কর্মীর কাছে এই মেশিন থাকবে না তাদের ফোনে ওই সফটওয়্যার ইন্স্টল্ করতে হবে।

কেন্দ্রীয় সরকার ১৯৮৯ সালের মোটর ভেহিকল আইনের করেছে একাধিক সংশোধন। আর সেই সংশোধনে যুক্ত হয়েছে ই-চালান পরিষেবা। আর এরফলে চালানের ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান করা যাবে সহজেই।

Back to top button