আন্তর্জাতিক

চিন সফরেও একই সতর্কতা! কিম জং উনের ব্যক্তিগত চিহ্ন মুছে দিলেন নিরাপত্তারক্ষীরা, চাঞ্চল্য আন্তর্জাতিক মহলে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফরের অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থার পর এবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ক্ষেত্রেও প্রায় একই ধরনের ঘটনা সামনে এলো। সম্প্রতি চিন সফরে কিমের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা বৈঠকের স্থান থেকে তাঁর উপস্থিতির সমস্ত চিহ্ন মুছে ফেলেছেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

পুতিনের মতো কিমের পদক্ষেপ?
কিছুদিন আগেই একটি প্রতিবেদনে জানা গিয়েছিল যে, পুতিনের ব্যক্তিগত দেহবর্জ্য (মল-মূত্র) পর্যন্ত বিশেষ ব্যাগে ভরে রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হয়, যাতে বিদেশি গোয়েন্দা সংস্থা তাঁর শারীরিক অবস্থার কোনো নমুনা সংগ্রহ করতে না পারে। এবার কিমের ক্ষেত্রেও প্রায় একই রকম চরম সতর্কতা দেখা গেল।

সূত্র অনুযায়ী, চিনে বৈঠক শেষে কিমের সহযোগীরা তাঁর ব্যবহৃত চেয়ার, গ্লাস, এমনকি টেবিলও অত্যন্ত যত্ন সহকারে মুছে ফেলেছেন, যাতে কোনো ধরনের ডিএনএ বা আঙ্গুলের ছাপ না থাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কিমের ব্যক্তিগত তথ্য যাতে কোনোভাবেই বিদেশি সংস্থার হাতে না পৌঁছায়, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুলেটপ্রুফ ট্রেনে চিনের বিরল সফর
এই ঘটনাটি কিম জং উনের চীন সফরের সময় ঘটে, যা ছিল অত্যন্ত বিরল ও তাৎপর্যপূর্ণ। ২০১৯ সালের জানুয়ারির পর এই প্রথমবার কিম চিনে সফর করলেন। তিনি একটি ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে করে চিনে প্রবেশ করেন। এর আগে, ২০২৩ সালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছিলেন। বিশ্বজুড়ে এই দুই নেতার নিরাপত্তা প্রটোকল এখন আলোচনার কেন্দ্রে।

Back to top button