কলকাতানিউজ

SSC-তে নিয়োগে ‘বিশেষ ছাড়’ নয়, সুপ্রিম কোর্টের কড়া রায়: দুই শিক্ষকের আবেদন খারিজ!

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ‘বিশেষ ছাড়’ দেওয়া হবে না— এই বিষয়ে নিজেদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত একটি বিশেষ আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল, নির্ধারিত দিন ও নিয়ম মেনেই পরীক্ষা হবে।

বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে এদিন এসএসসি মামলার শুনানি ছিল। দুই শিক্ষক, যাঁদের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম এবং অন্যজন অবসরের বয়স পেরিয়ে যাওয়া, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় বিশেষ ছাড়ের জন্য আবেদন জানিয়েছিলেন।

কিন্তু তাঁদের আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেয় আদালত। বেঞ্চের তরফে জানানো হয়, এই বিষয়ে আগেই যা বলার তা বলা হয়েছে এবং নতুন করে কোনো নির্দেশ দেওয়া হবে না। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট আবারও স্পষ্ট করে দিল যে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যতিক্রম বা শিথিলতা থাকবে না। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Back to top button