রাজ্যসভার ৩টি আসনে প্রাথীর নাম ঘোষণা করলো তৃণমূল

রাজ্যসভার জন্য তৃনমুলের পক্ষ থেকে প্রার্থী তালিকা নির্বাচন করা হয়েছে।৪টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থীর তালিকা পুরোপুরি নিশ্চিত। শুধুমাত্র একটি প্রার্থী পরিবর্তন হতে পারে বলে জানা গেছে এক তথ্যানুসারে। যে ৩ জন প্রার্থী সুনিশ্চিত হয়েছেন তারা হলেন দীনেশ ত্রিবেদী, মৌসম বেঞ্জির নূর ও মনীশ গুপ্ত।সুব্রত বক্সি যদি প্রার্থী হতে না চান তাহলে সেই জায়গায় রত্না দে নাগকে দাঁড় করবে তৃণমূল।
প্রসঙ্গত, আগামী এপ্রিল মাস থেকে রাজ্য থেকে ৫টি আসন খালি হবে।সেখানে ৪টিতে যাবে তৃণমূল ও একটি আসন বাম- কংগ্রেসের দখলে যেতে পারে বলে জানা গেছে।এই প্রার্থী সুনিশ্চিত করবেন তৃণমূলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাই প্রার্থী পরিবর্তনও হতে পারে।
বামেরা সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভাতে পাঠাতে চাইছে। আর অপরদিকে কংগ্রেস তাদের একাধিক কংগ্রেস পার্থীকে নির্বাচিত করতে চাইছে।পূর্বে রাষ্ট্রপতি নির্বাচনের সময় এবং রাজ্যসভায় নির্বাচনের ক্ষেত্রেও নানা সমস্যার সৃষ্টি করেছিল বামেরা।তাই এবার কংগ্রেস আর বামেদের নয় নিজেদের প্রার্থীকেই রাজ্য সভাতে পাঠাতে চাইছে। তাহলে দেখা যাক শাসক দল হিসেবে কোন দল রাজ্য সভাতে যাচ্ছে।