কলকাতা

পুরভোট নিয়ে বড় পদক্ষেপ নিলো কমিশন, অভিযোগ জানানোর উপায় হলো আরো সহজ

আর কিছুদিনের মধ্যেই রাজ্যে হতে চলেছে পুরনির্বাচন। আর এই নির্বাচন কে লক্ষ্য করেই এগিয়ে চলছে বাংলার সমস্ত রাজনৈতিক দল।একে ওপরের বিরুধ্যে চলছে আরোপ ও প্রত্যারোপ।তাই এবার সেই সমস্ত অভিযোগ সঠিক ভাবে ক্ষতিয়ে দেখতেই নির্বাচন কমিশন নিলো বড় উদ্যোগ।

বিরোধীরা বার বার করে পুর ভোটে তুলেছেন হিংসার অভিযোগ।আর এবার পুরভোটে সমস্ত অভিযোগ শোনার নতুন ব্যবস্থা করলো কমিশন।তবে এবার কোনো এপ্লিকেশন নয় রাজ্য নির্বাচন কমিশন সমস্ত অভিযোগ শুনবে অনালাইনে। তার জন্য চালু করা হয়েছে অনলাইন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম।নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই পাওয়া যাবে ওই অভিযোগ জানানোর লিংক।সেই লিংক অনুসরণ করে সাধারণ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সকলেই জানাতে পারবেন অভিযোগ।

Back to top button