ক্ষিপ্ত জনতার থেকে ৮০ জন মুসলিমকে বাঁচানোর পুরস্কার, নায়কের সম্মান পাচ্ছেন দিল্লির এই ব্যক্তি

উত্তর-পূর্ব দিল্লিতে বেশ কিছুদিন ধরে চলা সাম্প্রদায়িক অশান্তির কারণে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু ও আহত আরও ৩০০ জন এমনটাই সংবাদ পাওয়া গেছে।এই পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বছরের পর বছর একসাথে থাকা প্রতিবেশিরাও একে অপরকে সন্দেহের চোখে দেখছে।এইরকম অবস্থায় শান্তি বজায় রাখার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।সাম্প্রদায়িক এই অশান্তির মধ্যে অনেক ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণও রাখছে।এমনটাই এক ঘটনা শোনা গেলো উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীর বাসিন্দাদের মুখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোকুলপুরি এলাকার বাসিন্দা ৫৩ বছর বয়সী মহিলাদের বাড়িতে কাছে একটি ইলেকট্রনিক্সের দোকান আছে।আর সেই রোজগার হয় অর্থের মাধ্যমেই স্ত্রী ও দুই সন্তান নিয়ে জীবনযাপন করে মহিন্দর।গত ২৪ তারিখে অশান্তির আগুন ছড়িয়ে পরে গোকুলপুরি এলাকায়।হিন্দু অধ্যুষিত সেই এলাকায় বসবাসকারী মুসলিমদের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে বলে খবর পান মহিন্দর।তারপর ছেলের বুলেট মোটরসাইকেল ও নিজের স্কুটিতে করে ৬০-৮০ জন মুসলিমকে গোকুলপুরী এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।এই কারণেই তিনি নিজের এলাকায় নায়কের সন্মান পান।