মাধ্যবিত্তের হবে স্বপ্ন পূরণ, ৫০ লক্ষ টাকা লোন দেওয়া হবে খুব সহজ শর্তেই

দেশের অন্যতম প্রাইভেট ব্যাঙ্ক আইসিআইসিআই এবার মধ্যবিত্তদের স্বপ্ন পূরণের জন্য নিয়ে এলো নতুন এক সুযোগ। দেশের এই অন্যতম ব্যাঙ্কিং সংস্থা নতুন একটি হোমলোনের স্কিম নিয়ে এসেছে। যেকোনো ব্যক্তি আইসিআইসিআই হোম ফিন্যান্সের মাধ্যমে সহজেই পেয়ে যাবে হোমলোন।
আপনি যদি এই স্কীমে হোম লোন নেন তাহলে খুব সহজেই আপনার স্বপ্নের বাড়ি তৈরী করতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কম টাকাও থাকে তাহলেও আপনি খুব সহজেই পেয়ে যাবেন ব্যাঙ্ক থেকে এই হোম লোন।
আইসিআইসিআই হোম ফিন্যান্স নিয়ে এসেছে নতুন একটি স্কিম যার নাম ‘আপনা ঘর ড্রিমজ’।নতুন এই স্কিমের সুযোগ নিয়ে একজন সাধারণ মানুষ ২লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে। আইসিআইসিআই হোম ফিন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিশেষ স্কিমটি নিয়ে আসা হয়েছে ‘ইলেকট্রিশিয়ান, দর্জি, পেইন্টারস, ওয়েল্ডিং শ্রমিক, প্লাম্বার ওয়ার্কারস, ম্যানুফ্যাকচারিং কর্মী এদের জন্য।
ব্যাঙ্ক আরও জানিয়েছে এই লোনের স্কিম তাদের জন্যই নিয়ে আসা হয়েছে যার অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। তাই এই লোন নিতে গেলে আগে যেসব কাগজ পত্রের প্রয়োজন হতো এই স্কিমের জন্য তা নেওয়া হবে না।
জেনেনিন কিভাবে করবেন এই স্কিমের সুবিধা লেভার জন্য আবেদন
১.প্যানকার্ড, আধার কার্ড এবং গত ছয় মাসের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে।
২.পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে গেলে অ্যাকাউন্টে কমপক্ষে ১৫০০ টাকা থাকতে হবে। পাঁচলক্ষ টাকার বেশি লোন নিতে গেলে অ্যাকাউন্টে কমপক্ষে ৩০০০ টাকা থাকতে হবে।
৩.২০ বছরের জন্য এই লোন পাবেন আবেদনকারী।