বিনোদন

সুশান্তের ফার্ম হাউসে রাত কাটিয়ে যেতেন সারা, পরিচারকের বয়ানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত করতে গিয়েই উঠে আসছে নতুন নতুন তথ্য। আর সেই তদন্তে প্রায় প্রতিদিনিই জড়িয়ে পড়ছে বিভিন্ন তারকার নাম।
এনসিবির তদন্তে উঠে এসেছে বলিউডের অনেক বড় বড় সেলেব্রিটির নাম।নতুন তদন্তে জানা গেছে বিভিন্ন মানুষদের সাথে নিয়ে লোনাভলায় সুশান্ত সিং রাজাপুতের পাবনা লেকের বাগান বাড়িতে চলতো রাতভর পার্টি।

সুসহন্তের সেই নির্জনদ্বীপের বাগান বাড়িতে হাজির হতেন বলিউডের অনেক সেলিব্রিটিরা। সম্প্রতি সুশান্তের ওই বাগান বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে হুক্কা অস্ত্রে সোহো বিভিন্ন জিনিস।সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সুশান্তের ওই বাগান বাড়িতে যে পার্টির আয়োজন করা হতো সেখানে উপস্থিত হতেন শ্রদ্ধা কাপুর। আর সুশান্তের ওই বাগান বাড়ি যাওয়ার আগে একটি ঝিল পড়তো। সেই ঝিল পেরিয়ে ওই বাগান বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সুশান্ত একজন নৌকা চালককেও ঠিক করে রেখেছিলেন। ওই নৌকা চালকের দাবি অনুযায়ী শ্রদ্ধা কাপুরকে সুশান্তের বাগান বাড়িতে পৌঁছে দিতেন তিনি।

এছাড়াও ওই ব্যক্তি দাবি করে জানান যে শ্রদ্ধা ছাড়াও সুশান্তের ওই বাগান বাড়িতে পরেই আসতো রিয়া চক্রবর্তী ও সারা আলী খান। সারা কে ৩-৪ বার সুশান্তের বাগান বাড়িতে পৌঁছে দিয়েছিলেন ওই নৌকা চালক বলে দাবি করে জানিয়েছেন তিনি। সেই বাগান বাড়িতে রিয়াও যেতেন মাঝে মাঝে।
সুশান্ত বলিউডের একাধিক তারকাদের নিয়ে সেই বাগান বাড়িতে আয়োজন করতেন মাদক পার্টির বলে দাবি করেছে ওই ব্যক্তি।
এছাড়া সেই লোনাভলা ফার্মহাউসের ম্যানেজার জানিয়েছে যে সুশান্তের সাথে তার পুরো একটি দল উপস্থিত থাকতো তাদের আয়োজিত পার্টিতে। এছাড়া ২০১৯ সালের জুলাই মাসে সেই ফার্মা হাউসে রিয়ার জন্মদিন পালন করেছিল সুশান্ত। আর সেই জন্মদিনের পার্টিতে রিয়া ছাড়াও উপস্থিত ছিল রিয়ার ভাই সৌভিক ও তার বাবা-মা।

Back to top button