নিজের শৈশব কালের অজানা তথ্য ফাঁস করলেন বিপ্লব চ্যাটার্জী, জানলে চমকে যাবেন আপনিও

পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের গায়ে জ্বালা ধরাত। শুধু পর্দা নয়, পর্দার বাইরেও তাকে দেখলে লুকিয়ে পড়তেন ছোট ছোট ছেলেমেয়েরা। মানুষের মনে এমনই ছিল তার প্রভাব। কথা হচ্ছে টলিউডের বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জীকে নিয়ে। এই অভিনেতা এর আগে বহুবার টলিউডের তারকাদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন।
তবে এবার অভিনেতা নিজেই নিজের সম্পর্কে একটি অজানা তথ্য ফাঁস করলেন। বেশ কয়েক বছর আগে জি বাংলাতে শাশ্বত চ্যাটার্জীর পরিচালনায় অপুর সংসার নামের একটি টক শোতে হাজির হয়েছিলেন অভিনেতা বিপ্লব চ্যাটার্জী। সেখানে ইন্টারভিউ দিতে গিয়ে অভিনেতা নিজের ছোটবেলার বেশ অজানা কিছু কাহিনী তুলে ধরেছিলেন। যা শুনে সকলে চমকে যান। বিপ্লব চ্যাটার্জীকে রগচটা স্বভাবের মনে হলেও তিনি ভীষণ মজার মানুষ।
ছোট বয়সে তিনি বেশ দুষ্টুও ছিলেন। শৈশবে একবার স্কুলের স্যারের পকেট মারতে গিয়েছিলেন তিনি। তবে ধরাও পড়ে গিয়েছিলেন হাতেনাতে। সেই কাহিনী সকলকে শোনালেন অভিনেতা। বিপ্লব চ্যাটার্জী বলেন তখন তিনি ক্লাস সেভেনে পড়তেন। ক্লাসে একদিন ভূগোলের নতুন একজন শিক্ষক এলেন। তিনি আসার পরই চন্দনের গন্ধে চারিদিক ভরে যায়।
বিপ্লব চন্দনের ওই গন্ধ পেয়ে ভেবেছিলেন শিক্ষক মশাই হয়তো চন্দন কাঠ সঙ্গে নিয়ে এসেছেন। তখন তার মনে শিক্ষকের পকেট মারার ইচ্ছে জাগে। এরপর আর না ভেবে চন্দন কাঠ খোঁজার জন্য সময় বুঝে সোজা শিক্ষকের পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেন বিপ্লব। কিন্তু তখন সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন শিক্ষক। অভিনেতার মুখে এই কথা শুনে হেসে গড়াগড়ি খান সকলে। সোশ্যাল মিডিয়াতে আবারও ভাইরাল হয়েছে সেই ভিডিও।