প্রকাশ্যমঞ্চে চোখে জল নিয়ে গান গাইলেন অঙ্কিতা! রয়েছে ভাইরাল ভিডিও

বর্তমানে সংগীতের জগতে জনপ্রিয় মুখ অঙ্কিতা ভট্টাচার্য। খুব অল্প বয়সেই গানের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছে এই সংগীত শিল্পী।
গোবরডাঙ্গার মেয়ে অঙ্কিতার খুব ছোট বয়স থেকে গানের প্রতি তার প্রবল আগ্রহ ছিল।ছোট বেলায় মায়ের হাত ধরেই গানের জগতে প্রবেশ করেন অঙ্কিতা। গৃহ শিক্ষার পর রাধাপদ পাল এবং পরে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ রথীজিৎ ভট্টাচার্য কাছে গান শেখেন তিনি।২০১৭ সালে দিল হায় হিন্দুস্তানি মঞ্চে জুটি হিসেবে মায়ের সাথে গান গেয়ে দ্বিতীয় হয়েছিলেন অঙ্কিতা। এরপর সা রে গা মা পার মঞ্চে জয়ের মুকুট ছিনিয়ে নেয় সে।
তার পর পিছে মুড়ে দেখেনি সে, বিভিন্ন জায়গা থেকে স্টেজ পারফর্মেন্সের জন্য তাকে ডাকা হয়। নিজস্ব ইউটিউব চ্যানেলে তাঁর গাওয়া গান আপলোড করেন তিনি।তার গাওয়া প্রায় সব গানই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় এবং সকলে ভীষণ পছন্দ করে। সম্প্রতি তার গাওয়া একটি গান নেট পাড়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অঙ্কিতা অরিজিৎ সিং এর গাওয়া খাদ সিনেমার অসতো মা সদগময় গানটি গাইছে। নিজের ঠাকুমার কথা মনে করে এই গানটি গান তিনি। গানটি গাওয়ার সময় চোখে জল এসে যায় তার।
উল্লেখ্য, বজবজের নব জাগরন সংঘ নামক একটি ক্লাবের দ্বারা আয়োজিত প্রোগ্রামে তিনি এই গানটি গেয়েছেন। ইতিমধ্যেই এই গানটি নেট দুনিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। গানটি দর্শকদের এত প্রিয় হয়ে উঠেছে যে ১০ লাখের বেশি ভিভস হয়ে গিয়েছে। তারই সাথে অনেকে ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দিচ্ছে কমেন্ট সেকশন।