আর জি বাংলায় নয়, আদৃত-সৌমীতৃষার জুটি এবার স্টার জলসায়! এনিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে

টেলিভিশন হলো বাংলা বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।আর সেই টেলিভিশনে হতে চলেছে বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকটি বিগত দুবছর ধরে আনন্দে ভোরে দিচ্ছে। টিআরপির তালিকায় ভালো ফল না করতে পারলেও, জনপ্রিয়তার ক্ষেত্রে সেরার সেরা হয়ে উঠেছে।গল্পে উচ্ছে বাবু ও মিঠাইয়ের মিল বন্ধনে বুঁদ ছিল ভক্তরা।কিন্তু আগের মতো সেই সম্পর্ক না থাকার কারণ ধারাবাহিকের নিয়মিত দর্শক বুঝতে পারছেন। তাহলেও গল্পে নতুন কোনো টুইস্টের অভাব নেই। তারপর হঠাৎ ধারাবাহিকে ফিরে আসে মিঠাই। শুধু একা মিঠাই নয় তার সাথে ফিরে আসে মিষ্টি নামে একটি ছোট্ট মেয়েও।
দীর্ঘদিন পর মিঠাই বাড়িতে ফিরে আসায় সিদ্ধার্থএর রংহীন জীবন আনন্দে ভোরে যায়। এতদিন সে কোথায় ছিল, মেয়েটির বাবা কে? এইনিয়ে কোনো রকম প্রশ্ন করেনি সিদ্ধার্থ।মিঠাইয়ের প্রতি তার গভীর ভালোবাসা বিশ্বাস-এর প্রমাণ।স্মৃতি হারিয়ে যাওয়ায় বাড়ির কাউকেই চিনতে পারছে না মিঠাই। তাই তার স্মৃতি ফেরানোর চেষ্টায় রয়েছে সিদ্ধার্থ সহ পরিবারের সকলে।
বাংলা ধারাবাহিকে জনপ্রিয় জুটি গুলির মধ্যে একটি হলো মিঠাই -সিদ্ধার্থ এর জুটি।আসলে বাংলা ধারাবাহিকের জগতে কিছু কিছু জুটি আছে যেগুলি দর্শকদের মনে ছিল কালের জন্য গেঁথে যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত আবদারের সুরে জানিয়েছে, ‘মিঠাই শেষ হওয়ার পর যেন দুই জুটিকে নতুন কোনও সিরিয়ালে ফিরিয়ে আনা হয়! একই সঙ্গে তাঁর আর্জি জি বাংলায় নয়, স্টার জলসার পর্দায় তিনি আদৃত-সৌমীতৃষা জুটিকে দেখতে চান। অবশ্যই এই ভক্ত যে একজন স্টার জলসা অনুগামী তা আপনারা সকলেই বুঝে গিয়েছেন। এবার দেখার বিষয় ভক্তের অনুরোধে মিঠাই শেষের পর নতুন কোনো কাহিনী নিয়ে স্টার জলসা আদৌ
আদৃত-সৌমীতৃষাকে কাস্ট করে কিনা, নাকি জি এর হাত ধরে তারা আবার ফিরে আসবে।