নোংরা গল্প দেখিয়েই জনপ্রিয়তা বাড়াচ্ছে সোহাগ জল! মানুষের রুচি নিয়ে নেট দুনিয়ায় প্রশ্ন এক ধারাবাহিক প্রেমীর

বাংলা ধারাবাহিকের মধ্যে এমন কিছু কিছু ধারাবাহিক আছে যেগুলি প্রথম থেকেই চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ ধারাবাহিকের গল্প এক ভেবে শুরু করা হলেও শেষে চলে আসে দর্শকদের রাগিয়ে তোলা কিছু ঘটনা। মধ্যবিত্ত হোক কিংবা একান্নবর্তী পরিবার সব খানেই ঢোকানো হয় পরকীয়ার জল অথবা বিয়ে হওয়ার সত্ত্বেও রয়েছে বিবাহ বহির্ভুত সম্পর্ক।
তবে দর্শকদের একাংশ মনে করছেন আজকাল কিছু সংখ্যক মানুষ এই ধরনের গল্পই দেখতে ভালোবাসেন । যে কারণে ধারাবাহিক ভালোভাবে চলার সত্ত্বেও টিআরপির তালিকায় জায়গা করতে পারে না। কিন্তু যখনই পরকীয়া কিংবা বিবাহ বহির্ভূত সম্পর্ক বা সম্পর্কের মধ্যে নোংরামি দেখানো হলেই দর্শকরা আনন্দে মেতে ওঠেন।
যেমন তা হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক সোহাগ জলের ক্ষেত্রে। প্রথমদিন থেকে এই ধারাবাহিক নিয়ে কোনো কথা না হলেও।যবে থেকে বেণী বৌদি আর তার দেওরদের প্রতি বিষ নজরে দেখা শুরু হয়েছে তবে থেকেই সিরিয়ালটি যেন দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি প্রতিপক্ষ চ্যানেলের গুড্ডি ধারাবাহিকটিও একই রকম কাহিনী থাকায় বহু দর্শক নিজের রুচি বোধ নিয়ে নিজেকেই প্রশ্ন করা শুরু করেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ধারাবাহিক ভক্ত লিখেছেন,’ নোংরা গল্প দেখিয়ে স্লট পাচ্ছে সোহাগ জল। ছিহহ! মানুষের কি রুচি’। প্রসঙ্গত ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে বেণীর প্রতি জুঁইএর দরদ বেড়েই চলেছে । হাজার শয়তানী করার পরেও বেণীকে ক্ষমা করে দেয় জুঁই। এই সুযোগ কাজে লাগিয়ে আরো বেশি করে নোংরামি করছে বেণী।