বিনোদনভাইরাল ভিডিও

‘বেশরম রং’, ‘পাঠান’ ছবির গান গেয়ে মঞ্চ মাতালেন দীপা, ভাইরাল ভিডিও

‛পাঠান’ সিনেমার গান গেয়ে দর্শকদের মনজয় করলেন ‘অনুরাগের ছোঁয়া’-র দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানের গলা দীপার। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় চলা বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। খুবই অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র হল দীপা-সূর্য।

দর্শকদের ভালোবাসার টানেই বারবার সেলিব্রেটিরা ছুটে যান শোয়ের মঞ্চে। শোয়ের মঞ্চে তারা যে বাসা পান তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তেমনই একটি শোয়ের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

আর যেখানে অজস্র ভক্তদের মাঝে হাজির হয়েছেন সকলের প্রিয় দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। এদিন দীপার বেশে নয় বরং ক্রপ টপ ও জিন্সে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। প্রথমেই তাকে পাঠান সিনেমার বেশরম রং গাইতে শোনা যায়। যদিও তিনি প্রথমেই বলেন যে তিনি এই গানটি প্রথমবার এই মঞ্চে গাইছেন। তাই ভুল ত্রুটি হলে মাফ করে দিতে।

যদিও সকলেই অভিনেত্রীর গানের গলার প্রশংসা করলেও অনেকেই তার পোশাক নিয়ে কথা বলেছেন। কারোর কারোর কথায় তাকে শাড়িতেই ভালোভাগে। প্যান্ট-টপে তাকে ভালোলাগে না।

Back to top button