এই বয়সেও কমেনি রূপের জেল্লা, নীল জলরাশির মাঝে বিকিনি পরে নজর কাড়লেন জলপরী মনামী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মনামী ঘোষ। মাত্র উনিশ বছর বয়সে অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন মনামী । বর্তমানে অভিনেত্রীর বয়স গিয়ে পৌঁছেছে ৪০-এর ঘরে। তবুও তার যৌবন এতটুকুও কমেনি! যে কোন যুবতীকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। এখন নাচের মাধ্যমে দর্শক মনে এক আলাদাই সাড়া ফেলেছেন তিনি।
পাশাপাশি বিচারকের আসনেও দেখা যাচ্ছে তাকে। নিজের ইউটিউব চ্যানেল চালাচ্ছেন নাচের মাধ্যমে। তার উন্মুক্ত উরু হোক কিংবা বক্ষ বিভাজিকা, সবকিছুতেই ঘায়েল হন পুরুষেরা। মনামীই এখনো টলি টাউনের সেরা মুখ। সম্প্রতি জন্মদিন উপলক্ষে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মনামী।
সেখানেই সুবিস্তীর্ণ জলরাশিতে কখনো বিকিনি কখনো বা শর্ট পরে, সকলের মন মাতিয়ে তুলেছিলেন অভিনেত্রী। সম্প্রতি সেখানকারই একটি পোস্ট সকলের সাথে ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে তাকে দেখা গেছে রঙিন বিকিনি পরতে। একেবারে জলপরী সেজে কখনো জলের উপরে, কখনো বা বোল্ডারের উপরে দাঁড়িয়ে একাধিক পোজে নিজেকে মেলে ধরেছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
তার এই ছবিতে অনুরাগীদের মন্তব্যের ভিড় এসে জমা হয়েছে। কেউ বলেছে তাকে ‘জলপরী’, কেউ বলেছে ‘সেক্সি’।