পাকা মেয়ে মিষ্টির বুদ্ধিতেই অবশেষে কাছাকাছি এল আদৃত-সৌমিতৃষা! এ দেখে খুশি “মিঠাই” ভক্তরা

দুবছরের বেশি সময় ধরে ক্রমাগত বাঙালি দর্শকদের আনন্দে মাতিয়ে তুলেছে মিঠাই ধারাবাহিকটি। আর এই সাফল্যের পেছনে দুটি মানুষের বড় কৃতিত্ব রয়েছে মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু আর সিড ওরফে আদৃত রায়।
সুখে, দুঃখে মিষ্টি মুখে ‘মিঠাই’ এই ট্যাগ লাইন দিয়ে জি বাংলার পর্দায় নিজেদের যাত্রা শুরুকরেছিল। বর্তমানে এই সিরিয়াল এত জনপ্রিয় হয়ে উঠেছে যে অন্যান্য চ্যানেলের দর্শকরাও এই সিরিয়ালটিকে ভালো বাসতে শুরু করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
এই মুহূর্তে বাংলা সিরিয়ালের সবথেকে জনপ্রিয় এবং পুরনো সিরিয়াল হয়ে উঠেছে মিঠাই। নানান ওঠা -নামা সব পেরিয়ে সময়ের সাথে সাথে গল্পে এসেছে নানা রকম টুইস্ট তারই সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের ঝুলিতে এসেছে প্রচুর সাফল্য এবং অ্যাওয়ার্ড। তবে তার সঙ্গে বাস্তব জীবনে আদৃত-সৌমিতৃষা জুটি পর্দার সম্পর্ক থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে।
বহুদিন ধরে দর্শকরা জানতে পেরে যায় দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। কোন এক বিশেষ কারণে তাদের বন্ধুত্বের ফাটল ধরে এবং সেই সমস্যার সমাধান হয়েছে কি না সে নিয়ে সন্দেহ রয়েছে। দুজনকে কাছাকাছি খুব কম দেখা যায়।সিরিয়ালের দৃশ্য ছাড়া এদের এক ফ্রেমে দেখা যায় না।
মিষ্টি ওরফে শিশুশিল্পী অনুমেঘার কাহিনী শেষমেষ আদৃত-সৌমিতৃষাকে এক ফ্রেমে এনে ছাড়লো।পর্দায় অনুমেঘার বাবা মা অর্থাৎ মিঠাই সিদ্ধার্থ অভিনেতা আদৃত সৌমিতৃষার সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন এই ছোট অভিনেত্রী । মিঠাই জড়িয়ে রয়েছে মিষ্টিকে আর সিড তার মাথায় হাত রেখেছে। এতদিন দর্শকদের আবদার করার সত্ত্বেও যেটা হয়ে ওঠেনি সেটি একটি বাচ্চা মেয়ে করে দেখিয়ে দিল এতে খুশি মিঠাই ভক্তরা।