সায়ন্তর সঙ্গে কবে সাতপাক ঘুরছেন? লুকোছাপা না করেই জবাব দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

‘খড়কুটো’ ধারাবাহিকে ‘চিনি’ চরিত্রটি মনে নেই এমন দর্শক খুব কম রয়েছে । যদিও বেশ কিছুদিন হলো শেষ হয়ে গিয়েছে ‘খড়কুটো’ ধারাবাহিকটি । যেখানে ‘চিনি’ চরিত্রে প্রিয়াঙ্কা অভিনয় করে মন জয় করে নিয়েছেন সকলের। বর্তমানে প্রিয়াঙ্কা অভিনয় করছেন ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে।যেখানে সৃজা চরিত্রে দেখা যাচ্ছে তাকে । যদিও পর্দার বাইরেও এখন ‘চিনি’ ডাকে সারা দিতে অভ্যস্ত তিনি।
হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী প্রিয়াঙ্কা বললেন, ‘চিনি আমার ভীষণ প্রিয় একটা চরিত্র। অনেক কিছু দিয়েছে আমায়। বাইরে বেরলে অনেকেই আমায় এখন এই নামে ডাকেন। কথা বলতে আসেন। আমি চাইব, মানুষ যাতে পাঁচ বছর পরেও আমাকে এই নামেই মনে রাখেন। এই চরিত্রটা আমার সঙ্গেই থেকে যাবে সারা জীবন।’
চিনিকে মন থেকে মুছে ফেলতে পারলেন কি? প্রিয়াঙ্কার উত্তর, ‘চিনিকে আমি কখনওই ভুলতে পারব না। ধাবাহিকের শেষ দিনে যখন মেক আপ করছিলাম, কিছুতেই বেস বসতে চাইছিল না। কারণ আমি কেঁদেই চলেছিলাম। এতটাই কষ্ট হচ্ছিল এই চরিত্রটাকে বিদায় জানাতে।’
‘আমি ইনস্টাগ্রামে ‘চিনি’র কোনও ছবি দিলে অনেকে জিজ্ঞাসা করতেন ‘রূপাঞ্জনদা কোথায়?’ শুধু তাই নয়। রাজাদার যখন ছেলে হল, তখন অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আমাকে বোঝাতে হয়েছিল, আমি শুধু ওর পর্দার স্ত্রী’, কথা শেষ করেই হেসে উঠলেন প্রিয়াঙ্কা।
বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন? অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে শিলমোহর বসল? প্রিয়াঙ্কার সাফ উত্তর, ‘আমি তো বলেছি, সায়ন্তের সঙ্গে সম্পর্কে আছি। আর এই সম্পর্কের উপর আমার ভরসা আছে বলেই সকলকে সে কথা জানাতে পেরেছি।’
তা হলে কি বিয়ের সানাই বাজতে বেশি দেরি নেই? প্রশ্ন শুনেই হেসে ফেলেন প্রিয়াঙ্কা। নিজেকে সামলে নিয়ে বলেন, ‘সম্পর্কে আছি যখন বিয়েও করব। পরিকল্পনা চলছে। ঠিক সময়ে সবটা জানাব।’