নিউজদেশ

আনলক ৪ এ খুলছে স্কুল থেকে সিনেমা হল ,চলুন জেনে নেওয়া যাক কি কি খুলছে

আনলক ৪ নিয়ে জন সাধারণ এর মনে অনেক প্রশ্ন উঠে আসে,সেসব প্রশ্নের উত্তর দিলো কেন্দ্র। শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে ‘আনলক ফোর’-এর গাইডলাইনস। যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আনলক হলেও কনটেনমেন্ট জোনে একইভাবে বহাল থাকবে সম্পূর্ণ লকডাউন। তবে এর বাইরেও অনেক কিছুতেই ছাড় দিল কেন্দ্রীয় সরকার।জেনে নেওয়া যাক আনলক ৪ এর গাইডলাইন।

আগামী ৭ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কনটেনমেন্ট জোনের বাইরে আগামী ২১ সেপ্টেম্বর থেকে উঁচু শ্রেণীর পড়ুয়ারা অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারবে।

২১ সেপ্টেম্বর থেকে যে কোনও সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং বিনোদনমূলক অনুষ্ঠানে ১০০ জন জামায়েত করতে পারবে।

আন্তঃরাজ্য জিনিসপত্র পরিবহণ এবং মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে আর থাকছে না কোনো বিধিনিষেধ।

খুলতে চলেছে সমস্ত সিনেমা হল, শপিংমল, থিয়েটার, বিনোদন পার্ক এবং সুইমিংপুল।

Back to top button