নিউজ

সুশান্ত মৃত্যু: সংবাদমাধ্যমে রিয়ার আবেদন ‘প্লিজ আমাদের কেউ বাঁচান’

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপূত মৃত্যুর ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী সর্বভারতীয় সংবাদ চ্যানেলের পোড়খাওয়া সাংবাদিকদের উদ্যেশে ছুড়ে দিলেন অনেক গুলি প্রশ্ন। তিনি প্রশ্ন তুলে জানতে চেয়েছেন –
‘জাস্টিসফরসুশান্ত’ হলে ‘জাস্টিসফররিয়া’ নয় কেন?

অপরাধ প্রমাণের আগেই অভিযুক্তকে দোষী ঠাউরে নরকযন্ত্রণা দেওয়ার অর্থ কী?

সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া ব্যঙ্গের সুরে বলেন, ‘আমার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ আনাটাই শুধু বাকি ছিল।’ তাঁর সঙ্গে আলাপ হওয়ার আগে থেকেই সুশান্ত মারিজুয়ানার নেশা করতেন বলে জানান রিয়া।

সুশান্ত ও রিয়া গিয়েছিলেন ইউরোপ সফরে সেই সফরে তাদের সাথে ছিল রিয়ার ভাই সেই প্রসঙ্গে রিয়া বলেন

‘আমার ভাইয়ের সঙ্গেও রীতিমতো সখ্য ছিল সুশান্তের। তা এমনই যে শৌভিককে আমার সতীন বলে হাসিঠাট্টা করতাম মাঝেমধ্যে। ও যাওয়া নিয়ে দোটানায় ছিল। সুশান্ত বার বার বলাতেই পরে আসে শৌভিক।’

আর সফরের খরচ সম্পর্কে তিনি বলেন ‘প্যারিসে তাঁকে এক ফ্যাশান শোয়ে যোগদানের জন্য নিমন্ত্রণ জানিয়েছিল একটি পোশাক সংস্থা। তারাই তার বিমানের টিকিট ও হোটেলে থাকার বন্দোবস্ত করে। কিন্তু সুশান্ত চেয়েছিলেন, সে সুযোগে ইউরোপ-সফর সেরে ফেলবেন। তাই তিনিই সে টিকিট বাতিল করে নতুন টিকিট কাটেন।

রিয়ার দাবি, ‘কয়েক বছর আগে প্রাইভেট জেটে ছ’জন পুরুষবন্ধুকে নিয়ে থাইল্যান্ডে গিয়েছিল ও। ৭০ লক্ষ টাকা খরচ হয় সেখানে। কেউ কি সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল? ও নিজের জীবন রাজার মতো কাটাত।’

তাঁকে কেন ৮ জুন ছেড়ে গেলেন রিয়া? জসেই প্রসঙ্গে রিয়া দাবি করে জানিয়েছে সুশান্তই চলে যেতে বলেছিলেন তাঁকে। সে সময় তিনিও থেরাপি করাচ্ছিলেন বলে জানান রিয়া। ৮ জুন সুশান্ত তাঁকে জানান, দিদি অর্থাৎ মিতু সিং আসছেন। রিয়া যেন বাড়ি ছেড়ে চলে যান। এর পরের ছ’দিন কী ঘটে, দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে অভিনেতার মৃত্যুর কী যোগ, এ ব্যাপারে সম্পূর্ণ আঁধারে তিনি।

একটি ব্যাপার অবশ্য নিশ্চিত করে তিনি বলেছেন ‘২০১৩ সালে প্রথম অবসাদে আক্রান্ত হন সুশান্ত। তার পর ঠিক থাকলেও শেষের ক’মাস ফের ওষুধ খাচ্ছিলেন অভিনেতা।

Back to top button