নিউজ

মিললো কয়েনের আকারের বিরল প্রাণীর অস্তিত্ব, ভাইরাল হলো ভিডিও

কেরালায় আনারস খাইয়ে মা হাতির মৃত্যু নিয়ে শোরগোল পড়েছিল,ধীরে ধীরে মানুষের হাতে বন্য প্রাণীর এমন হত্যার কারণে শোরগোল উঠেছিল জনসমাজে। সমাজে অধরণের মানুষ যেমন আছে তেমনি ভালোমানুষের অস্তিত্বও বর্তমান।

এমনিই একটি ঘটনার খোঁজ ওপাওয়া গেলো যেখানে এক ব্যাক্তি সন্তানসম এক কচ্ছপ এর প্রাণ বাঁচিয়েছে। কিন্তু এই কচ্ছপ এর বাচ্ছাটি একটু আলাদা ছিল শারীরিক গঠনে ,কচ্ছপটির হৃদয় বাইরের দিক থেকে উন্মুক্ত থাকায় খুদে জীবন টি আশঙ্কাজনক ছিল।

কিন্তু সামাজের সেই সব ভালো মানুষের মধ্যে ডোডো নামের এক ব্যাক্তি ছিল ,তিনি সযত্নে সেবা করে ভালো করে এবং বোরো করে তোলে সেই কচ্ছপ টিকে। তার নাম দেয় হোপ ,ডোডো জানাচ্ছেন প্রথমে কচ্ছপটি তাকে চিনতো না বলে তার কাছে খাবার খেতে চাইত না কিন্তু তিনি সবসময় খাবার নিয়ে কচ্ছপের সামনে রেখে দিতেন। এছাড়াও একটি হোপের জন্য থাকার ব্যবস্থা করেছিলেন একটি বড় মাপের জলভর্তি কাচের পাত্রে তাকে রাখা হতো। তারপরে সযত্নে চিমটে দিয়ে একটু একটু করে খাওয়ানো হতো।

সম্প্রতি ডোডো নামের ফেসবুক পেজ থেকে এই কচ্ছপটির ভিডিও শেয়ার করা হয়েছে তা জানা গিয়েছে । আর ভিডিও চলাকালীন পুরো ঘটনাটি নিজের কন্ঠে ব্যক্ত করেছেন পাশাপাশি কচ্ছপের বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রেখে ছেন । এই ছোট্ট প্রাণীকে ভালো করে নিজের সন্তানের মতো করে বড়ো করে তুলেছে ,কচ্ছপ টি বড়ো হওয়ার সাথে সাথে তার পিটাসম মালিকে চিনতে শিখেছে ও ভালোবেসেছে। ডোডোর অনুপস্থিতি লক্ষ্য করতেই পেলে উত্তেজিত হয়ে পড়ে কচ্ছপটি।এই মানুষ টি আবারো প্রমান করে দিলো মানব সমাজে মানবতা আজও বেঁচে আছ।

Back to top button