মুম্বাই হামলার স্মৃতি ফের উঠলো জেগে, আমেরিকা যেতে ভিসা পাচ্ছেন না সঞ্জয় দত্ত

বলিউড তারকা সঞ্জু আক্রান্ত স্টেজ-থ্রি ফুসফুস ক্যান্সারে । আমেরিকার মেমোরিয়াল সোলান কেরাটিং ক্যানসার সেন্টারেই সঞ্জয়ের চিকিৎসা হবে বলে জানা গিয়েছে । ইতিমধ্যে, তিনি নিজে অসুস্থতার খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং তিনি প্রতিশ্রুতি করেন যে তিনি ফিরে আসবেন।
মুম্বাই বিমানবন্দরে ভারতের ক্রাইম ব্রাঞ্চ সঞ্জয় দত্তকে ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে সংযুক্ত একটি এ কে -56 রাইফেল, একটি 9 মিমি পিস্তল এবং গোলাবারুদ রাখার অভিযোগে গ্রেপ্তার করেছিল । তাই ভিসা পেতে সমস্যা হচ্ছে সঞ্জয় দত্তের নাকি অন্য কিছুর জন্য পাচ্ছে না ভিসা ?
খবর পাওয়া যায় সঞ্জয় এর ঘনিষ্ট বন্ধু শত চেষ্টার পরে তাকে ভিসা জোগাড় করে দিতে পারেন। জানা গিয়েছে তার ভিসা ৫ বছরের জন্য মঞ্জুর করা হয়েছে ,সাথে যাচ্ছেন তার স্ত্রী মান্যতা দত্ত ও বোন প্রিয়া দত্ত , সেখানে থাকতে পারেন সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলাও।