
ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা অবসরের ঘোষণা দিয়েছেন। তার স্বামী পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকও ক্যারিয়ারের সায়াহ্ণে। খেলা থেকে দূরে সরে যাওয়ার পর সানিয়া এখন কী করবেন? তার বান্ধবীর তালিকায় বলিউডের অনেকের নাম আছে। মাঝেমধ্যেই ছোট পর্দায় বিশেষ অতিথি হিসেবে দেখা গেলেও এখনো পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি।
খেলা ছাড়ার পর সানিয়া অভিনয় করবেন কি না, সেটা নিয়ে চলছে জল্পনা।
সানিয়া যদি কোনো দিন অভিনয়ের জগতে পা দেন, তাতে কোনো আপত্তি নেই শোয়েব মালিকের। কিন্তু এক বিশেষ অভিনেতার সঙ্গে তাকে অভিনয় করতে দেখতে চান না! সেই বিশেষ অভিনেতাটি আবার শোয়েবের বন্ধু। সম্প্রতি এক শোয়ে গিয়ে এ কথা বলেন শোয়েব, ‘আদনান সিদ্দিকি আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমি চাই না সানিয়া ওর সঙ্গে কাজ করুক। তার বদলে আদনানের বন্ধু হুমায়ুন সইদের সঙ্গে বড় পর্দায় সানিয়া কাজ করতেই পারে। ‘
সম্প্রতি ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর সেশনে শোয়েব-সানিয়া নিজেদের বিষয়ে অনেক কিছুই জানান। বন্ধুর সঙ্গে কেন অভিনয় করা যাবে না―এমন প্রশ্নে শোয়েব বলেন, পরে তিনি সানিয়াকে এর কারণ জানাবেন। এক ভক্ত শোয়েবকে জিজ্ঞেস করেন, তার পছন্দের ভারতীয় অভিনেত্রীর নাম কী? শোয়েবের বদলে তার জবাব দেন সানিয়া। বলেন, শোয়েব নাকি বলিউড হার্টথ্রুব কারিনা কাপুরের ভক্ত। এ সময় শোয়েব মাথা নেড়ে সম্মতি দেন। পাশাপাশি জানান, নিজে কোনো দিন অভিনয়ে এলে বন্ধু উষ্ণা শাহর বিপরীতে করতে চান।







