অর্থনীতি

পেটিএম পেমেন্ট ব্যাংককে নতুন নির্দেশ দিলো আর বি আই

পেটিএম পেমেন্ট ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী নতুন একটি পদক্ষেপ নিতে চলেছে। এর আগে এক নির্দেশে কোম্পানিকে নতুন একাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল আর বি আই। এবার নতুন এক বিবৃতি জারি করে পে টিএম এর তরফ থেকে বলা হয়, আমরা আর বি আই এর নির্দেশ মেনে পদক্ষেপ নিতে চলেছি। পিবিবিএল নিয়ন্ত্রণের সাথে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর বি আই এর উদ্বেগ যত দ্রুত সমাধান করা সম্ভব আমরা চেষ্টা করে যাবো। আরবিআই অনুমোদন দেওয়ার পর আমরা আরো একবার নতুন করে অ্যাকাউন্ট খোলা শুরু করব এবং তখন আরো একবার বিজ্ঞপ্তি জারি করে সমস্ত তথ্য জানিয়ে দেবো গ্রাহকদের।

পেটিএম পেমেন্ট ব্যাংক চালু হয়েছিল ২০১৬ সালে আগস্ট মাসে। এক বছর পর নয়ডার একটি শাখা থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছিল এই ব্যাংক। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ব্যাংকের রয়েছে প্রায় ৬.৪কোটি গ্রাহক। এর মাঝে আরও একটি নির্দেশিকা জারি করে আর বি আই বলে দেয়, নতুন একাউন্ট খুলতে পারবে না পেটিএম ব্যাংক।

শুধু তাই নয়, ব্যাংকের তথ্য প্রযুক্তি ব্যবস্থায় বিস্তারিত অডিট এর জন্য একটি আইটি অডিট সংস্থাকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এই নিয়ে দ্বিতীয় বার বিজয় শেখর শর্মা পেটিএম পেমেন্ট ব্যাংক আর বি আই এর কড়া পদক্ষেপ এর সম্মুখীন হতে চলেছে। এর আগেও নতুন একাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল আর বি আই।

Back to top button