বিনোদন
রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আনছেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি, প্রশংসা ভক্তদের

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বুধবার থেকে কলকাতা বাংলা ধারাবাহিক, সিনেমার শুটিং শুরুর অনুমতি দিয়েছে। তবে শুটিংয়ের অনুমতি দিলেও তার সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু নিয়ম । আর এই সব নিয়ম কানুন মেনেই এবার শুটিংয়ে অংশ নিচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
কি ভাবছেন তো এতো কিছুর পরও সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন মিমি? না, মিমি সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন না। মিমি তার মিউজিক অ্যালবামের শুটিং শুরু করেছেন। ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় ‘শিগগিরই আসছি’ বলে একটি টিজার পোস্ট করেছেন নায়িকা মিমি।
টিজারে রাখা ‘গীতবিতান’ ও নায়িকা মিমির গলায় ‘আমার পরান যাহা চায়’র লাইনগুলো শুনেই বোঝা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের উপরই এই মিউজিক অ্যালবামটি বানাচ্ছেন টালিউডের এই অভিনেত্রী। এমনকি জানা গিয়েছে, আগামী সপ্তাহে মিমির এই মিউজিক অ্যালবামটি মুক্তি পেতে পারে।