বিনোদন

‘বাবরি মসজিদ কাণ্ড’ নিয়ে বলিউড সিনেমা! পরিচালকের ভূমিকায় কঙ্গনা রানাউত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার মাঠে নামলেন ভারতের ‘বাবরি মসজিদ’ কান্ড নিয়ে। এমনকি নিজে হাতে তুলে নিলেন এই ‘বাবরি মসজিদ’ কাণ্ডের সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব। ছবির নাম ‘অপরাজিত অযোধ্যা’। শুধু পরিচালকের দায়িত্বই নয়, কঙ্গনা এই ছবির প্রযোজকও।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কঙ্গনা জানান, ‘এই ছবিটি পরিচালনা করার মতো প্রথমে আমার কোনোরকম ইচ্ছে বলতেই ছিল না।ইচ্ছে ছিল, শুধু প্রযোজনাতেই সীমাবদ্ধ থাকবো। কিন্তু চিত্রনাট্যকার কেভি বিজয়প্রসাদ যখন স্ক্রিপটি তার কাছে নিয়ে আসেন কঙ্গনার মনে হয়েছিল, তিনিই এই ছবির পরিচালনা করলে বিষয়টি আরও ভাল ভাবে ব্যক্ত করতে পারবেন।’

বাবরি কান্ড নিয়ে একটি বিতর্কিত ছবি করতে গিয়ে নার্ভাস কতটা? উত্তরে কঙ্গনা রানাউত বলেন, ‘এই প্রথম পরিচালকের ভূমিকায় আমি একাই।তবে আমি যে একা সেটা নিয়ে একটু চিন্তা হলেও আমার কিন্তু কিছুতেই মনে হচ্ছে না ‘বাবরি’ কান্ড একটি বিতর্কিত বিষয়। বরং এ এক ভালোবাসা ও এক হয়ে ওঠার গল্প।’

Back to top button