লাইফস্টাইল

সাবধান! গর্ভবস্থায় এই চার ফল খেলেই ঘটবে মারাত্মক বিপদ

প্রত্যেকটি নারীকেই গর্ভবস্থায় বেশ সতর্ক হয়ে চলা ফেরা করতে হয়। এই সময় খাওয়া থেকে শুরু করে রাতে ঘুমানোর সময়ও যেন সাবধান হয়ে থাকতে হয়। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, গর্ভাবস্থায় ফল ও শাক-সবজি খাওয়া খুবই জরুরি। কারণ এতে গর্ভবতী মা ও শিশুর পুষ্টিমান বজায় থাকে। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

কিন্তু জানেন কি এমন কিছু ফল আছে যা গর্ভবস্থায় খেলে মা ও সন্তানের মারাত্মক বিপদ হতে পারে। তাহলে দেরি না করে চটপট জেনেনিন কি সেই ফলগুলি-

১-আঙ্গুর

> আঙুরে প্রচুর পরিমাণে রেসভিরাট্রোল থাকে। এই কেমিক্যালটি মা হতে যাওয়া নারীদের জন্য বিষাক্ত হতে পারে।
> গর্ভবতী নারীদের পরিপাকতন্ত্র দুর্বল। তাদের দুর্বল পরিপাকতন্ত্র কালো আঙুরের খোসা হজম করতে পারে না।
> বেশি পরিমাণে আঙুর খেলে অ্যাসিডিটি, বমিভাব ও বমি হতে পারে। অত্যধিক আঙুর খেলে পাতলা পায়খানা অথবা ডায়রিয়া হতে পারে।

২-আনারস

> আনারস গর্ভপাতের ঝুঁকি বাড়ায়।
> আনারস খেলে জরায়ু সংকুচিত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যা গর্ভে বিকাশমান বাচ্চার জন্য বিপজ্জনক হতে পারে।
> আনারসের ব্রোমেলিয়ান জরায়ুমুখকে নরম করে।

৩-তেতুল

> অত্যধিক ভিটামিন সি গর্ভপাতের কারণ হতে পারে। গর্ভাবস্থার প্রথম মাসে অতিমাত্রায় ভিটামিন সি খেলে প্রজেস্টরনের উৎপাদন কমে যেতে পারে, যা গর্ভপাত ঘটাতে পারে।
> ভিটামিন সি’র উচ্চ ডোজ প্রি-টার্ম বার্থ বা সঠিক সময়ের পূর্বেই বাচ্চা প্রসবের ঝুঁকি বৃদ্ধি করতে পারে।
> প্রচুর পরিমাণে ভিটামিন সি খেলে ভ্রুণের কোষ ড্যামেজ হতে পারে।

৪-পেঁপে

> কাঁচা ও অর্ধপাকা পেঁপের ল্যাটেক্স জরায়ু সংকোচন ও অকালে প্রসব বেদনার কারণ হতে পারে।
> কাঁচা পেঁপে শরীরের তাপমাত্রা বাড়াতে পারে।
> কাঁচা পেঁপের পাপাইন ভ্রুণকে সহায়তাকারী ঝিল্লিকে দুর্বল করতে পারে।
> কাঁচা পেঁপের পাপাইন হলো একটি কমন অ্যালার্জেন যা বিপজ্জনক অ্যালার্জিক রিয়্যাকশন সৃষ্টি করতে পারে।

Back to top button