গর্ভাবস্থায় সন্তান মেয়ে না ছেলে হবে জানতে চান? তাহলে লক্ষ্য করুন এই ৭টি লক্ষণ

গর্ভাবস্থায় সব বাবা-মায়ের মধ্যেই একটা ইচ্ছা থাকে তাহলো তাদের যে সন্তান জন্ম নিতে চলেছে সে মেয়ে হবে না ছেলে হবে। আর এর জন্য অন্ত:স্বত্ত্বা হওয়ার পর থেকেই অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে ব্যাকুলতার সীমা থাকে না সেই দম্পত্তির।আধুনিক চিকিৎসায় আলট্রাস্নোগ্রাফের সাহায্যে লিঙ্গ জানা গেলেও তা শাস্তিযোগ্য অপরাধ। তাই এই অপরাধ থেকে বিরত থাকুন। আর আপনার যদি জানতে ইচ্ছে করে ছেলে না মেয়ে হবে তাহলে এই ১০টি লক্ষণ লক্ষ্য করুন সেই গর্ভবতী নারীর।খুব সহজেই আপনি বুঝে যাবেন কি হবে। তাহলে দেরি কিসের জেনেনিন কি এই ১০টি লক্ষণ-
১-ওজন বৃদ্ধি
গর্ভবস্থায় ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় ও পেটটা যদি বেশি ফোলা মনে হয় তাহলে ছেলে হবে। আর যদি শরীরে মেদের হার বৃদ্ধি পে তাহলে মেয়ে হবে।
২-পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া
এমন লক্ষণ দেখলে নিশ্চিন্তে থাকুন। কারণ এই লক্ষণে মেয়েদের ছেলে সন্তানই জন্ম হয়।
৩-বা দিকে ফিরে ঘুমান
গর্ভবস্থায় সেই নারী যদি বা দিকে ঘুরে ঘুমায় তাহলে ছেলে হবে। আর ডানদিকে ঘুমোলে মেয়ে হবে।
৪-পেটের অবয়ব
আপনার পেট কি নিচের দিকে বেশি ঝুঁকে গেছে? এমনটা হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৫-হাতের তালু বারে বারে শুকিয়ে যাবে
প্রেগন্যান্সির সময় বারে বারে হাতের তালু শুকিয়ে যাওয়ার অর্থ হল ছেলে সন্তান জন্ম নিতে চলেছে।
৬-ক্ষুধা বেশি লাগা
যদি ছেলে সন্তান পেটে থাকে তাহলে মায়েদের খুদার পরিমান বেড়ে যায়। ও মেয়ে সন্তান থাকলে বেশি খিদে পাবে না। তাই লক্ষ্য রাখুন।
৭-চুলের ঘনত্বের পরিমান
মায়ের চুলের গ্রোথ যদি স্বাভাবিকের থেকে বেশি হয়, তাহলে কোনও সন্দেহই থাকে না যে আসন্ন বাচ্চা ছেলে হতে চলেছে।আর যদি চুলের গ্রোথ কম হয় তাহলে মেয়ে হবে।