অর্থনীতি
হার্লে ডেভিডসনের ওপর করের হার কমার আশা……….

বাণিজ্য চুক্তি না হলেও প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভারত সফর থেকে গিয়ে ট্রাম্পের বলার মতো কিছু থাকে ট্রাম্পের ঝুলিতে।এই জন্য এই সফরে মোদী সরকার সে বিষয়ে তৎপর হয়ে উঠেছে।এক তথ্যানুসারে জানা গেছে, আমেরিকার দাবি মেনে হার্লে ডেভিডসন মোটর বাইকের ওপর শুল্কের বোঝা অনেকটাই কমতে পারে বলে মার্কিন প্রশাসনকে এবিষয়ে আশ্বাস দিয়েছেন।
হার্লে ডেভিডসনের ওপর আগে আমদানি শুল্কের মাত্রা ছিল ১০০%।গত বছর ট্রাম্পের অনুরোধে ভারত সরকার এর ওপর থেকে ৫০% শুল্ক একেবারে কমিয়ে দেন।তবে তা সত্ত্বেও ট্রাম জানিয়েছেন এখনও এ মোটরবাইকের ওপর থাকা শুল্ক খুবই বেশি।তা যদি কমিয়ে দেওয়া হয় তবে ভারত ও মার্কিন বাণিজ্য চুক্তির অগ্রদূত হবে ভারত।তাছাড়া এ ওপর থেকে যদি শুল্কের মাত্রা কমে যায় তাহলে আমেরিকায় ট্রাম্প ফায়ার গিয়ে শিল্পীওমহলের পাশাপাশি জনতার কাছে বড়াই করতে পাবেন বলে জানিয়েছেন ট্রাম্প।