বিনোদন

স্ত্রী দীপিকাকে নয়, রণবীর এবার প্রশংসায় ভাসিয়ে দিলেন নায়িকা করিনাকে, কারণ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান মাত্র কয়েক সপ্তাহ হলো ঘর বেঁধেছেন ইনস্টাগ্রামে। আর এর মধ্যেই ৩২ লাখ ফলোয়ারও জুটে গেছে । এমনকি জানা ন্যায়, তিনি ফলো করছেন মাত্র ৪৫ জনকে।এই অল্প সময়ে ইনস্টাগ্রামবাসীকে ৬৭টি পোস্ট করে একপ্রকার নাড়িয়ে দিয়েছেন তিনি। এমনকি অদেখা কিছু ছবিও নায়িকা করিনা বের করেছেন সিন্দুক থেকে। যা দেখে রীতিমতো সহশিল্পীদের চোখ বড় হয়ে গিয়েছে।

তবে এই তালিকার একটি নাম সবারই নজরে পড়েছে।কিন্তু কে সে জানেন কি? তিনি আর কেউ নন বলিউড অভিনেতা রণবীর সিং। করণ জোহরের বিশাল প্রজেক্ট ‘তখত’-এ রণবীর অভিনয় করছেন কারিনার সঙ্গে। সহশিল্পীর ইনস্টাগ্রামের পোস্টে রণবীরের এক মন্তব্যে বোঝা গিয়েছে, কারিনার প্রতি তাঁর মনযোগ ষোলো আনা। কিছুদিন ধরেই কারিনা ইনস্টাগ্রামে ‘হ্যাশট্যাগ কাফতান-সিরিজ’ বলে একটা পোস্ট নিয়মিত করে চলেছেন। এমনকি সেখানে নতুন নতুন কাফতান শোভিত ‘হিরোইন’কে দেখে ভক্তরা চোখ জুড়িয়ে নিচ্ছেন। তবে এই সারিতে যে চুপচাপ ছিলেন রণবীরও! কিন্তু অবশেষে মুখ খুলেই ফেললেন রণবীর, আর প্রশংসায় ভাসালেন নায়িকা কারিনাকে।

মাসের শেষ দিনে ফের একটি কাফতান পরে ছবি পোস্ট করেন কারিনা।এবং পোস্টে লেখেন, ‘আপনারা কাফতানের ছবি চেয়েছেন? না। তারপরও কি আমি কাফতানের ছবি দিয়েছি? হ্যাঁ।’ তার এই ফান-পোস্টে এসে অভিনেতা রণবীর মন্তব্য করেন, ‘কারিনা কাফতান লাইফ বেছে নেননি, আসলে কারিনাকে কাফতান বেঁচে নিয়েছেন।’ রণবীরের এমন মন্তব্যে ভক্তরা বেশ মজা পান। অভিনেতার এই মন্তব্যের নিচে ‘লাইক’ জড়ো হয়েছে ১ হাজার ৭৯৪টি।

Back to top button