উড়ান কম হবার কারণে বাড়ছে লোকসানের ভয়, চিন্তায় বিমান কর্তৃপক্ষ

কলকাতা থেকে ইন্ডিগোর গুয়াংজ়াও এবং চায়না ইস্টার্নের কুনমিং- এর উড়ান এখনও পর্যন্ত বন্ধ রয়েছে।চীনের নভেল করোনা ভাইরাসে দাপটে ভারতের অন্যান্য শহর থেকেও বন্ধ রাখা হয়েছে এই বিমান চলাচল।এই ভাইরাসের প্রকোপ এড়াতে বহু রুটে উড়ান বন্ধ রাখা হয়েছে।আর একারণেই লোকসানের আশঙ্কা তৈরী হয়েছে বিশ্বের বিমান শিল্পে।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা এক পরিকল্পনা অনুযায়ী জানিয়েছে, ২০২০ সালে বিশ্বের সব বিমান সংস্থা মিলিয়ে লোকসান হয়েছে ২ লক্ষ কোটি টাকারও বেশি।এমনকি ১০ বছরের মধ্যে এ বারেই প্রথম বিমান সফরের চাহিদা অনেকটা কমার আশঙ্কা তৈরী হয়েছে।
চীনের নাগরিকদের বহু দেশ ঢুকতে দিচ্ছে না তাদের দেশে।আর এর অন্যতম বৈশিষ্ট হলো ভারত।এমনকি চিনে বেশ কিছুদিন হডোরে থাকা মানুষদেরও ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না।বিশ্বে কোথাও চিনে বেশিদিন থাকা মানুষদের ঢুকতে দিচ্ছে না।এর ফলে আন্তর্জাতিক বিমান সংস্থা গুলি মনে করছে এই পরিষেবা দিয়ে কোনো লাভ নেই।
বিশেষজ্ঞরা জানান যে, এই এশীয় দেশ গুলি থেকেই বাজি মাত করে উন্নতির আশা দেখা গিয়েছে, তবে এই সমস্যার কারণে চিন্তায় পিওরতে হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাকে।