বিনোদন

আটকেপড়া নারী শ্রমিকদের জন্য বিমানের ব্যবস্থা করলেন জনপ্রিয় অভিনেতা সোনু সুদ

বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ এবার বিমানের ব্যবস্থা করে দিলেন আটকে পড়া নারী শ্রমিকদের নিজেদের বাড়িতে ফেরার জন্য। জানা গিয়েছে, সোনুর ব্যাবস্থাপনায় গত শুক্রবার বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয়। ওই নারী শ্রমিকরা ওডিশার কেন্দ্রপাড়া জেলার রাজনগরের এরনাকুলামে কাজ করেন। কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার ফ্লাইটের মাধ্যমে তাঁরা বিজু পাটনায়েক বিমানবন্দরে পৌঁছান। অন্য প্রতিষ্ঠানে কাজ করা ৯জন শ্রমিকও তাঁদের সঙ্গে একই ফ্লাইটে ফিরেছেন।

এর আগে নারীরা সামাজিক যোগমাধ্যমে তাঁদের কারখানা বন্ধ হওয়ার কথা জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। যেখানে তারা বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাজ বন্ধ যার ফলে মালিকও আমাদের বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। লকডাউনের পর থেকেই আমরা ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছি। তাই আমরা যেকোনো মূল্যে নিজের বাড়ি ফিরতে চাই।’

আর এই ভিডিও দেখার পর অভিনেতা সোনু সুদ তাদের দিকে এগিয়ে যায়। ওডিশা সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি বেঙ্গালুরু থেকে একটি বিমানের ব্যবস্থা করে ওই নারীদের এরনাকুলাম থেকে উদ্ধার করেন। এমনকি শুধু তাই নয়, ফ্লাইটের যাবতীয় ব্যয়ভার বহন করেন সোনু।এরপর অনেক নারী শ্রমিক সোনুকে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

Back to top button