BigNews: সপ্তাহে ৩ দিন মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে বাজার, বন্ধ থাকবে দোকান পাটও

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বন্ধ রাখা হবে এলাকার সমস্ত বাজার ও দোকান, শপিং মল।প্রশাসনের সিদ্ধান্ত এলাকা জুড়ে ঘোষণা করেছে দমদম পুরসভা। আর সেই নির্দেশ অনুসারে গতকাল থেকেই শুরু হয়েছে দোকান , বাজার বন্ধ্র রাখার পর্ব।
তবে এই নির্দেশিকায় ছাড় দেওয়া হয়েছে অত্যাবশকীয় পণ্য সামগ্রীর দোকান। ওষুধ ও দগ্ধ্যাত সামগ্রীর বিক্রি। চশমা ও মোবাইল ফোনের দোকান। জানাগেছে আগামী ২ সপ্তাহ এই নির্দেশউইকা কার্যকর করা হবে।
প্রঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।







