বিনোদন

শুধুমাত্র টাকার জন্য এবার অভিনয় ছেড়ে যে ব্যবসায় নামলেন সালমান খান!

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান লক ডাউনের ফলে বাড়িতেই বসে দিন কাটাচ্ছেন।তবে সম্প্রতি জানা গিয়েছে, সালমান খান নাকি এবার বাজারে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছেন। কারণ, করোনার এই সময়ে স্যানিটাইজারের চাহিদা তুঙ্গে। পরিস্থিতির বিচার করেই স্যানিটাইজারকে বাজারজাত করেছেন তিনি।

আর এই সালমান তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা করে জানান যে, ‘আমি আমার নতুন গ্রুমিং এবং পারসোনাল কেয়ার ব্র্যান্ড এফআরএসএইচ চালু করছি। এটি আপনার, আমার, আমাদের সবার ব্র্যান্ড যা আপনাদের কাছে সেরা পণ্য নিয়ে আসবে। স্যানিটাইজার এসে গিয়েছে । যা আপনারা এখানে পাবেন।’

প্রসঙ্গত, গতকাল সোমবার (২৫মে) ঈদের সময়ই মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘রাধে’। অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’ ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল সালমানের এই ছবিটির। কিন্তু এই সময় যা পরিস্থিতি চলছে তাতে সালমানের ছবি কেন কোনো ছবি মুক্তি পাচ্ছে না।

Back to top button