CORONA ANNOUNCEMENT: টানা ৩০ দিন থাকবে বন্ধ এই পরিষেবা, নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

দাপিয়ে বেড়েই চলেছে করোনার গ্রাফ কোনো রকম থামার নাম নিচ্ছে না। আর তাই পরিস্তিতি বুঝ্যে দেরি না করে বড়ো ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকারের তরফে এই দিন জানানো হয় যে, করোনার কারণে স্থগিত করা হয়েছিল মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প ‘দুয়ারে সরকার’ প্রকল্প। কিন্তু করোনার দাপট কিছুটা কমে যাওয়ায় গত ১ তারিখে আবার সেই ‘দুয়ারে সরকার’ প্রকল্প পুনরায় চালু করার কথা ছিল। তবে বর্তমান যে পরিস্তিতি তাতে এই প্রকল্প চালু করা আর সম্ভব হচ্ছে না আর সেই জন্যই করোনার লাগামছাড়া আবহাওয়ায় একমাস পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুয়ারে সরকার প্রকল্পের কাজ তবে যদি করোনার উদ্বেগ কম থাকে তবেই সেটা সম্ভব হবে।







