লাইফস্টাইল

বিছানায় একটুকরো লেবু রেখে দিন দেখবেন ম্যাজিক……

শুনে আশ্চর্য হয়ে গিয়েছেন।একথাটা আশ্চর্য লাগলেও কথাটি সত্যি।এতে প্রচুর গুন্ রয়েছে, যা আপনার শরীরের ছোটোখাটো সমস্যা সহজেই দূর করে দেবে।তবে একটি লেবু কেটে রাতে শোবার আগে বিছানায় পাতিলেবু কেটে রেখে দিন। যারা অনিদ্রায় ভুগছেন তাদের এই পদ্ধতিটি খুবই কাজে লাগবে।তাহলে কি কি কাজে লাগবে জেনেনিন:-

> ঠান্ডা লেগে সর্দি লাগলে লেবুর টুকরো কেটে পাশে রেখে দিন, দেখেবেন সকালে সর্দি কাশি একেবারে ঠিক হয়ে গিয়েছে।

> যারা মানসিক চাপে ভুগেছেন তারাও একটি পাতি লেবু নিয়ে শুকতে থাকুন, দেখেবেন স্ট্রেস একেবারে দূর হয়ে যাবে।

> ঘরকে সতেজ রাখতে ঘরের কোনায় একটুকরো লেবু রেখে দিন।দেখবেন নিমেষেই আপনার ঘর ফ্রেশ হয়ে যাবে।

> করোও যদি ব্লাড প্রেসার হাই রয়েছে, এক্ষেত্রে তারা লেবুর গন্ধ শুকে নিন, দেখেবেন ব্লাড প্রেসার নিয়ন্ত্রণেও ভালো কাজে দেবে।

> ঘর থেকে পোকামাকড় তাড়াতে লেবু ও লবঙ্গ একসাথে ঘরে রেখে দিন।

Back to top button